মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সুজয় যশ





কবি সুজয় যশ-এর দুটি কবিতা 

 ' লক্ষ্য '


রোজ কেউ হোঁচট খাচ্ছে ।

শব্দ নেই, তবু ভেঙে পড়ছে ।

কি বা কারা এগুলো নিছক অভিপ্রায় ।

যেখানে আগুন জ্বলে----

আমরা আলো মুখো হয়ে হাঁটি ।

মাঝে অনেক ভাঙা রাস্তা । পাহাড় খাদ ।

নোংরা জল । ইঁদুর খেকো পেঁচা ।

মুছতে থাকে পায়ের ছাপ ।

আলো পিছোতে পারে না ।

আগুনের দিকে মুখ করে হাঁটো ।

বাকিটা শব্দ । সময়মুখি ।



 ' কিছু কথা '

 উলঙ্গ শরীর অতটাও নগ্ন নয়

যতটা নগ্ন এই মন ।

বন্দুক গোলাগুলি ততটা হিংস্র নয়

যতটা হিংস্র এই মন ।


কাটা ছেঁড়া রক্তের অতটা কষ্ট নেই 

যতটা কষ্ট ভাঙা মনে ।

নদীর ধারায় অত স্রোত নেই

যতটা কান্না ধারা মনে ।


**************************************



সুজয় যশ 

জন্ম  ২৬ ডিসেম্বর ,১৯৮২ 
বর্ধমানের  হৈড়গ্রামে । একটি বেসরকারি সংস্থায় কর্মরত ।
ছোটবেলায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে প্রাণীত হন । কৃত্তিবাস , গির্বান , তারারা , লাবণ্য, নীলদর্পণ, মধ্যবর্তী ইত্যাদি লিটল ম্যাগাজিন ছাড়াও স্বরবর্ণ , ছায়াবৃত্ত  অনলাইন ওয়েবজিনে লিখেছেন ।মাঝে কর্ম জীবনের ব্যস্ততার জন্য সাহিত্যচর্চা বন্ধ ছিলো । আবার কবিতা লেখার অনুপ্রেরণা নতুন করে ফিরে পান স্ত্রী এবংপুত্রের কাছে ।
'সাহিত্যের কাছে আজীবন ঋণ থেকে যাবে এত সুন্দর করে জীবনকে চিনতে শেখার সুযোগ দেওয়ার  জন্য '---জানাচ্ছেন সুজয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন