মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

শর্মিষ্ঠা ঘোষ





কবি শর্মিষ্ঠা ঘোষ-এর দুটি কবিতা


আগুন মানচিত্র 


মানচিত্র ছাড়িয়ে পথ দীর্ঘাকার 

বিক্ষিপ্ত বাতাস রাতের কোল ঘেঁষে 

সাইনবোর্ডে তোমার গুচ্ছ আদরকথা

প্রাসাদের শোকার্ত ঠিকানার কথা বলে 

নিশাচর পত্রলেখায় নিয়তির নিষ্ঠুর পদক্ষেপ 

সক্ষম হলে আলপথ ছেড়ে চোরাবালিতে ঘর বাঁধি

ক্যাকটাসে রয়ে যায় পথিকের নোনতা খুঁট

উত্তরের কাঁটা নিয়ে দক্ষিণে আসি

তোমার আয়ত মানচিত্রে আগুনবরণ কেন?



ই.সি.জি.


জীবন 

চড়াই-উৎরাই, আঁকাবাঁকা 

মৃত্যু 

সরল, সোজাসাপটা 


***********************************



 শর্মিষ্ঠা ঘোষ

জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন