আমি উঠে দাঁড়াতে চাই!
আকাশটা নিচে নেমে আসছে প্রতিদিন
কাকে বলবো, একটু উপরে তুলে ধরো আকাশ-
আমি উঠে দাঁড়াতে পারছি না।
সবাই তো থিতু হয়ে আছে কারো না কারো পায়ের কাছে,
আমার চারপাশে এমন কাউকেই দেখছি না
যে উঠে দাঁড়াতে চায়,
সকলেই পাল্টে নিয়েছে বাসনা
সবাই রপ্ত করে নিয়েছে-
বুকে ভর দিয়ে চলবার কৌশল।
কাকে বলবো-
আর একটু উঁচু করো ধরো আকাশ-
আমি উঠে দাঁড়াতে পারছি না।
ন্যাংটা ছবি
আজ যে শিশুটি ধর্ষিত হলো
কী দোষ ছিল তার?
চুপ করে কেন রাষ্ট্র তুমি
শোননি কী চিৎকার?
শোনোনি কী যোনি ছিঁড়ে গেলে
কত ব্যথায় কাঁদে এ মাটি?
ধর্মের পথ তবে কী সুদূর
আঁধারে গিয়েছে হাঁটি?
শোনোনি কী যাদের মেরে ফেলা হলো
তাদের আর্তনাদ?
তুমিও কী তবে মনে মনে এক
উগ্র মৌলবাদ?
তুমিও কী চাও
বিভৎসতা, বর্বরোচিত হামলা
লেলিয়ে দিয়ে ধর্মকুকুর
খাটো কসাইয়ের কামলা?
এ দেশ আমার তোমারও এ দেশ
তবে কেন হানাহানি?
কেন লুটপাট, খুন-ধর্ষণে
দিয়ে যাও উস্কানী?
চোখ থেকে খোলো ধর্মের ঠুলি
দেখো সূর্যের আলো,
কেটে যাবে ঘোর কলুস-কুটিল
হৃদয়ে আগুন জ্বালো!
ফুল ফুটবেই, মোহ টুটবেই
জ্বলে উঠবেই রবি,
আর দেখতে হবে না ধর্মের নামে
মায়ের ন্যাংটা ছবি!
****************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন