মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

পল্লব রায়




কবি পল্লব রায়-এর দুটি কবিতা 


আ‌মি উ‌ঠে দাঁড়া‌তে চাই!


আকাশটা নি‌চে নে‌মে আস‌ছে প্রতি‌দিন

কা‌কে বল‌বো, একটু উপ‌রে তু‌লে ধ‌রো আকাশ- 

আ‌মি উ‌ঠে দাঁড়া‌তে পার‌ছি না।

সবাই তো থিতু হ‌য়ে আ‌ছে কা‌রো না কা‌রো পা‌য়ের কা‌ছে,

আমার চারপা‌শে এমন কাউ‌কেই দেখ‌ছি না 

যে উ‌ঠে দাঁড়া‌তে চায়,

সক‌লেই পা‌ল্টে নি‌য়ে‌ছে বাসনা

সবাই রপ্ত ক‌রে নি‌য়ে‌ছে-

বু‌কে ভর দি‌য়ে চলবার কৌশল।

কা‌কে বল‌বো- 

আর একটু উঁচু ক‌রো ধ‌রো আকাশ-

আ‌মি উ‌ঠে দাঁড়া‌তে পার‌ছি না।



ন‌্যাংটা ছ‌বি


আজ যে শিশুটি ধ‌র্ষিত হ‌লো 

কী দোষ ছিল তার?

চুপ ক‌রে কেন রাষ্ট্র তু‌মি

শোন‌নি কী চিৎকার?


শো‌নো‌নি কী যো‌নি ছিঁড়ে গে‌লে

কত ব‌্যথায় কাঁ‌দে এ মা‌টি?

ধ‌র্মের পথ ত‌বে কী সুদূর

আঁধা‌রে গি‌য়ে‌ছে হাঁ‌টি?


শো‌নো‌নি কী যা‌দের মে‌রে ফেলা হ‌লো

তা‌দের আর্তনাদ?

তু‌মিও কী তবে ম‌নে ম‌নে এক

উগ্র মৌলবাদ?


তু‌মিও কী চাও 

বিভৎসতা, বর্ব‌রো‌চিত হামলা

লে‌লি‌য়ে দি‌য়ে ধর্মকুকুর

খা‌টো কসাই‌য়ের কামলা?


এ দেশ আমার তোমারও এ দেশ

ত‌বে কেন হানাহা‌নি?

কেন লুটপাট, খুন-ধর্ষ‌ণে 

দি‌য়ে যাও উস্কানী?

 

চোখ থে‌কে খো‌লো ধ‌র্মের ঠু‌লি

দে‌খো সূ‌র্যের আ‌লো,

কে‌টে যা‌বে ঘোর কলুস-কু‌টিল

হৃদ‌য়ে আগুন জ্বা‌লো!


ফুল ফুট‌বেই, মোহ টুট‌বেই

জ্ব‌লে উঠ‌বেই র‌বি,

আর দেখ‌তে হ‌বে না ধ‌র্মের না‌মে

মা‌য়ের ন‌্যাংটা ছ‌বি!


****************************************



পল্লব রায়

 শুদ্ধ চিন্তন ও মন‌নের উৎক‌র্ষে স্বপ্নদ্রষ্টা ক‌বি পল্লব রায়। বাংলা‌দে‌শের প্রাকৃ‌তিক সৌন্দর্য ও শি‌ল্পের তীর্থভূ‌মি নড়াইল জেলার রামনগর চর গ্রা‌মে ৩রা আ‌শ্বিন, ১৩৯২ বঙ্গা‌ব্দে তি‌নি জন্মগ্রহণ ক‌রেন। পিতা অসীম রায়, একজন কৃষক। মাতা বেবী রায় একজন গৃহী‌নি। কা‌ব্যো‌দেবীর প্রেমে ও পূজায় আ‌ত্মোৎসর্গকৃত ক‌বি পল্লব রা‌য়ের এ পর্যন্ত চার‌টি কাব‌্যগ্রন্থ প্রকা‌শিত হ‌য়ে‌ছে। কৃষ্ণকুসুম(২০১৬); পৃ‌থিবী‌তে ভূ‌মিষ্ঠ হবার পর(২০১৭); এক পেয়ালা রক্ত চাই(২০১৮) এবং ক্রুশ‌বিদ্ধ হৃদয়(২০২০)। প্রকা‌শিত‌্য কাব‌্যগ্রন্থ: আ‌মি একজন কুকুর ও এক‌টি মানুষ পু‌ষি; নষ্ট প্রেমের শস‌্যদানা; মানুষ ফু‌লের মধু।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন