কবি জুয়েল মাজহারের দুটি কবিতা
সুইসাইডাল নোটস
পাহাড়
স্থবির
অদ্ভুত
এক
স্তন
সতত ক্লান্ত
অথচ
অনড়
ঊর্ধ্বমুখ
অবিজিত
প্রতিটি ন্যাপথালিন-ছড়ানো শহর থেকে
আমাকে পালিয়ে আসতে হয় একা
এই
পাহাড়
ঝর্নার
পদতলে
মেঘদূত
এতিমের মতো একা এ-পাহাড়ে পাখিও আসে না;
অকারণ গাছপালা। কুহুদীর্ণ বাতাস কাঁপে না
মেঘপ্রিয় ঘোড়া এক এই বনে একা ঘুরে মরে;
তবু সে পায় না কোনো লাফিয়ে চলার মতো ঢেউ
সূর্যের উদয়পথ আগলে আছে ঘন নীরবতা
ক্ষিপ্ত ঘোড়াটি তাই গ্রীবা নাড়ে। আপত্তি জানায়।
জাফরান কেশর ফুলিয়ে শেষে চিঁহি তুলে
আচমকা দৌড় শুরু করে
দূর থেকে উড়ে-উড়ে রবাহুত পাখিদল আসে
স্তব্ধ বন ভরে যায় কুহুস্বরে, উতলা বাতাসে;
-----ঘোড়া ফের পেয়ে যায় লাফিয়ে চলার মতো ঢেউ
টিনের বালতিভরা-মেঘ নিয়ে মেঘদূত হাঁটে
*****************************************
প্রণাম...
উত্তরমুছুন