মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

গৌতম কুমার গুপ্ত





কবি গৌতম কুমার গুপ্ত-এর দুটি কবিতা 


বালি


শরীরের বালি খুঁজে চুয়া কেটে

সুখ ছেঁদে আনি কলমকুঠারে

কেটে কেটে আরাম বসাই

ভালবাসার চোরাকুঠুরীতে দৃশ্য ভাসিয়ে দিই


সে কেমন ওষ্ঠবাজি করে বিম্বৌচিত

উন্নত পীণে ধরে রাখে ললিত লাবণ্য

পাছাপাড়শাড়ি জুড়ে সে এক ভীষণ অনন্যা

নীরব হাসির গহনায় প্রেমজ সংক্রমণ


শরীরের জল খুঁজে কেটে কেটে

স্রোত ছেঁদে আনি কলমকরাতে

মনোজ নৌকা ভাসাই পালবাহী

ঢেউ আসে ঢেউ যায় প্রবল অথবা ধীরে


জাড্য ভুলে নগ্ন হয় শ্রমজ নীরের শরীরে



বয়স কিংবা ম্যাজিক 


নিজস্ব মোড়ক খুলে দেখি বাতাস ধূ ধূ,শূণ্য স্বভাবে নিরাকার,হা হা 

ম্যাজিক।

পোশাকে একরাশ আলো ঢুকিয়ে বোতামে নিভে গেল জোনাকির 

সন্ধ্যা।


ইচ্ছে ছিল দীপ্যমান হবো পৌরাণিক প্রদীপে

এর ভাষা এতোই স্বরবর্ণ সরল সহজ

মনে হয় ডুব দিই খোলামেলা রঙে

জ্বলজ্বল নিভু নিভু বাতাসের মায়া।


সাদামাটা অনাড়ম্বর আমি আমাকে কে আর দেবে চকোলেটের 

জৌলুস!

যেখানে সার্বজনীন প্রকারই ভিন্ন

হাই হ্যালোয় কাটছে তারিখের ভুলভাল নামচা

রোজ খুলে নিয়ে গেছে কবে

মুহূর্তের ইন্দ্রজালে বিশ্বাসের ঠাসা বেলুন।


পরক্ষণেই হ-ু উ -উ -উ -স কবুতর

উড়ে গেল হাতের মুদ্রা

বিছানায় ছেঁড়া ভাঙা মানুষের মতো দেখতে

একটা জীবহাত পা নেড়েই চলেছে।


*************************************************



 গৌতম কুমার গুপ্ত

 জন্ম  ১৩৬৭ বঙ্গাব্দে বাঁকুড়া জেলার শালতোড়া থানার গোপালনগর গ্রামে।বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা।প্রথম জীবনে সাংবাদিকতা পরে কয়লিখনির কর্মী ছিলেন।বিভিন্ন পত্রপত্রিকায় তো বটেই ওয়েব ম্যাগাজিনেও গল্প কবিতা প্রবন্ধ লিখে থাকেন।এ পর্যন্ত তাঁর চারটি কাব্যগ্রন্থ  " সময়ের এই জলসাঘরে,স্বভাবের সিলেবাস,অক্ষর ভাইরাস এবং বিষুবরেখার পাখি প্রকাশিত হয়েছে। কয়লাক্ষেত্র নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।।আরো একটি উপন্যাস কৃষ্ণগহ্বর শীঘ্র প্রকাশিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন