মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

গোবিন্দ মোদক





কবি গোবিন্দ মোদক-এর দুটি কবিতা 

 

এভাবেও মুছে যাওয়া যায়


এভাবেও মুছে যাওয়া যায় --

হঠাৎ বৃষ্টি এলে শ্লেটের লেখার মতো, 

যাপিত জীবন জুড়ে থেকে যায় জলদাগ, 

আঁকিবুকি, এলোমেলো ঢেউয়ের সাতকাহন, 

বিষাদের বনমালী আর দীর্ঘনিঃশ্বাস ....

তবু ঘুঁচে যায় নিদাঘের মাখামাখি,

বহু ব্যবহৃত পোশাক পাল্টানোর সহর্ষ মুহূর্ত ... 

এভাবেও মুছে যাওয়া যায় !


এভাবেও মুছে যাওয়া যায় --

ক্যালেন্ডারের পাতা বদলের আশ্চর্য সময় 

যেমন ইতিহাস হয়ে যায় অবহেলে ; 

কতো রাজা রানী মন্ত্রী যন্ত্রী 

মুছে যায় সময়ের ষড়যন্ত্রে --

দলিল-দস্তাবেজ মরচে-ধরা কথকতার মতো 

মহাফেজখানা গড়ে। তবু ডানা মেলে 

কাঙ্খিত মুহূর্ত আর ফিরে আসে না। বড়ো অসময়।

এভাবেও মুছে যাওয়া যায় !


এভাবেও মুছে যাওয়া যায় --

ঝরে যাওয়া শাল-পলাশের ক্লান্ত ফুলের মতো, 

অপ্রয়োজনীয় চিঠিপত্র কিংবা ফালতু গল্পের মতো, 

রাত-ইতিহাস মনে রাখে না বিকেলের আয়োজন, 

প্রদীপ জ্বালানোর আগে থাকে ঢের প্রস্তুতি ...

প্রবাসে যাওয়ার আগে কতো অশ্রুজল ...

না লেখা গল্পের শিরোনাম ভুল হয়ে যায় ...

বিস্মৃতি আসে বাতাসের বাঁশিতে ...

এভাবেও মুছে যাওয়া যায় !


এভাবেও মুছে যাওয়া যায় --

আর্যাবর্ত জুড়ে রাজত্ব চালায় শক-হূণ-পাঠান, 

মঙ্গোল অথবা থোড়-বড়ি-খাড়া...

ভেঙে পড়ে রাজচ্ছত্র কালের নিয়মে ...

বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অকারণ পোড়ে 

কোনও এক সম্রাটের অকারণ আক্রোশে ...

সভ্যতা-সংস্কৃতি মুখ লুকায় ব্যভিচারের অন্তরালে, 

এভাবেও মুছে যাওয়া যায় !!



ভাঙন-পর্ব 


এখনও তো নাম লেখাইনি ধ্বংসের এই খাতায়, 

নির্ভার স্বপ্নেরা তবু ভর করে যে মাথায়।

চোরাবালির স্বভাবে যেমন ফাঁদের আয়োজন, 

হাকুশ-পুকুশ বুকের মাঝে ত্রস্ত সুন্দরবন।

যদিও এখনও ঘুণ ধরেনি হাড়-মাংস জুড়ে, 

তবুও তো চিন্তাপর্ব ডাকছে চিকন সুরে।

ধন্য পোশাক রাখছো ঢেকে দেহের যতো ক্ষত, 

কেউ দেখেনা নিরুদ্দেশীর বুকে ব্যথা কতো ! 

সাত সমুদ্র রোজই কাঁদে লোনা তাদের জল, 

তবু পদ্মপাতায় শিশির কণার বৃথাই টলমল। 

জীবন-দেবতা শুধুই ডাকে, মুখটা তবু ঢাকি, 

সাচ্চা জীবনবোধের তবু আজান দেওয়া বাকি।

দেহ-মন্দিরে আরতি হয় পঞ্চপ্রদীপ জ্বলে, 

স্ত্রীর পাশে শুয়ে কে-ই বা কথকতা বলে !

তবুও তো রাঙছে হৃদয় জাগছে আবিলতা, 

ভালবাসার কুটির জুড়ে কেবল অলসতা।

জাগছে দেখো ভাঙন-পর্ব ভাঙছে দেখো ঢেউ,

সত্যের সন্ধান খুঁজে পাচ্ছে কি আর কেউ !!


****************************************************



গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন