মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

অনিমেষ মুখার্জী





কবি অনিমেষ মুখার্জী-র দুটি কবিতা

 

ব্ল্যাকবোর্ড 


এগারো নম্বর ঘরে রঙ করা হয়েছে

লাগানো হয়েছে নতুন ব্ল্যাকবোর্ড

আমি সেই ব্ল্যাকবোর্ডে প্রথম লিখব

কাল আমার বন্ধু এসে মুছে দেবে সব

সে আবার লিখবে অনেক কিছু

সে লিখবে, বোঝাবে অনেক কিছু

পরদিন আমি বা অন্য কেউ মুছে ফেলবো সব

নতুন লেখা লিখব আবার।

ব্ল্যাকবোর্ড এরকমই। লেখা হয় যা।

মুছে ফেলা হয় তার সবটুকু,

যুগ যুগ ধরে লেখা হবে

যুগ যুগ ধরে মুছে ফেলা হবে।



তোমার  জন্য


মিশে যেতে চাইছি তোমার ভিতর ভীষণভাবে

আমার সমস্ত ভঙ্গুর কটুগন্ধি আমিত্ব ভুলিয়ে দাও

দ্রবিভূত করে দাও আমার দর্পিত হাড় মজ্জা

তোমার সত্তাসলিলে

সকল বিভাজিত অহমিকা দোষগুন জুড়ে 

আমাকে পূর্ণ করো

হে বান্ধবী


তোমাতে মিশে যেতে চাইছি

যেভাবে তাপদগ্ধ বিকেলে হঠাৎ বৃষ্টিরা মিশে যায় 

তৃষাতুর মাটির সাথে

আমাদের আঙুলে আঙুল জড়ানো

গল্পগুলো বেঁচে থাক সদা 

ভাপ ওঠা সোদা গন্ধের মতো।


***********************************************************



অনিমেষ মুখার্জী 

পুরুলিয়ার আদ্রা থেকে লিখছেন ।
পেশা শিক্ষকতা । 
 কবিতা তাঁর বেঁচে থাকার অন্যতম  অবলম্বন , জানাচ্ছেন কবি অনিমেষ মুখার্জী ।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন