কবি দীপঙ্কর বাগচী-র দুটি কবিতা
হেমন্তের দরোজায়
ক.
হেমন্তের মাঠে দেখো শিশিরের কণা
পড়ে আছে যেন দূর...
কোনও এক আকাশের আলো
যাকে ভালোবেসে তুমি বারেবারে
হারিয়েছো দিশা-----
তার কথা কিভাবে যে, মনে পড়ে গেলো
খ.
শীত নেমে আসে ধীর পা`য়
আমাদের কাচের জানলায়
শীত নেমে আসে ধীর পা`য়
বসন্তের হলুদ পাখিরা
তোমাকে কি ভালোবাসে মীরা
বসন্তের হলুদ পাখিরা
শাঁখ বাজে পাশের বাড়ির
শীত নেমে আসে
অতি ধীর......
আমাদের আকাশের পাড়ে
জোছনার এই অন্ধকারে।
***************************************************
দীপঙ্কর বাগচী
জন্ম ২৩ অক্টোবর ১৯৬৮।
নিজের কবিতাচর্চা সম্পর্কে দীপঙ্কর জানাচ্ছেন --
'কবিতা আমার অস্তিত্ব। একটা আলোকিত অন্ধকারের যাত্রায়
আমার এ জীবন utshargito, একে একধরনের অনুপস্থিতিও বলা যেতে পারে।'
কাব্যগ্রন্থ
Saranga * জাদুকর * অন্ধফেরিওলা * জলতরঙ্গ *
মহাকাল ও ইশারা * ত্রহস্পর্শ * ছাতারপাখি একা
প্রভৃতি।
কবির বিশ্ব * আধুনিকতা পালাবদল কল্লোল যুগ *
দেখা * Modernity and Social Crisis in Bengali Poetry 1920--1950 *
এছাড়াও বহু ইংরেজি ও বাংলা প্রবন্ধ নানা journal এ
প্রকাশিত হয়েছে ও হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন