মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বেনিয়া




কবি বেনিয়া-র দুটি কবিতা  


নিজস্বপর্ব  


নিজস্ব বলতে ছায়াও নয়

মাটি, সেও অসময়ে সরে যায়

স্নায়ু জড়িয়ে বিয়ারের বোতলে গুল্মলতা

জলের আত্মরতি ঘোলাটে আয়না

অনুমানহীন জনপদ সাপের চলন

গলির মুখে বসে থাকে ঘরে ফেরার ক্লান্তি

যতটা নৈবেদ্য সাজাই, স্মৃতির আড়ালে ...

হাততালির ভিতর উত্তাপ নেই

এদিকে রাস্তা কারোর প্রেমিক হয় না

নিজস্ব বলতে মায়ের স্তন

সেও কি না কাঁদলে অমৃত হয়ে ওঠে!



আরামফুল 


আপাতত কোনো খবর নেই

সমস্ত মুহূর্ত সুইচড অব হয়ে আছে

নিজেকে মনে হচ্ছে মৃত নদী, ভর্তি চরা

অসহ্য উষ্ণতায় কোনো পাখির ছায়া নেই

সব ভাবনা অপেক্ষার বাস স্টপ হয়ে গেছে

ঝিমিয়ে যাচ্ছে শরীরের রোমকূপ

নেতিয়ে পড়ছে রক্তকণিকা, স্বপ্ন যেন বালিশ

শিরদাঁড়ায় হেলান বিরক্তিকর লাগছে

কোন মুদ্রায় বসলে আরামফুল গন্ধ ছড়াবে

কিছু সংশয় রেখে মুড়ে যাচ্ছে হাঁটু

গালে হাত রাখলে শ্বাসবায়ু আখরোট ...


****************************************************



 বেনিয়া

জন্ম কলকাতায়। রসায়ন বিজ্ঞানে স্নাতক। মূলত কবিতা লেখেন। লেখালিখির সূত্রে তিনি এখনও পর্যন্ত বিভিন্ন নামিদামি বাণিজ‍্যিক, অবাণিজ‍্যিক, লিটিল ম‍্যাগাজিন ইত‍্যাদিতে নিয়মিত লিখে চলেছেন। শূন‍্য দশকের কবি হলেও তার দুটি উল্লেখযোগ‍্য কবিতার বই "বাদাম বিস্কুট" এবং "উক্তি শ্রীবাস্তব" সম্প্রতি প্রকাশিত হয়েছে। কবিতা চর্চাকে তিনি নিজের মানসিক আশ্রয় হিসেবে দেখেন যেখানে তার অনুভূতিগুলি নিজের মতো প্রশ্রয় পেয়ে লালিতপালিত হয়। শখ বলতে বই পড়া, ঘুরতে যাওয়া আর পুরস্কার বলতে পাঠকের ভালোবাসাকে বোঝেন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন