মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

দেবজ্যোতি দাশগুপ্ত



 

কবি দেবজ্যোতি দাশগুপ্ত-এর দুটি কবিতা  

 

কোষ


আণুবীক্ষণিক অস্ত্রোপচারে জর্জরিত 

সৃষ্টির নৈশ কবর। 

সুষুম্না সিঁড়ির পাকদন্ডী বেয়ে, 

জমায়েত হয় নিষিদ্ধ বহুকোষী রিপু। 

অভিকর্ষের 'অ' সংযোগে পছন্দের বৈপরীত্য। 

রুবিক কিউবের পালাবদলে, 

কোষপর্দায় স্পষ্ট হয়ে ওঠে

একাঙ্ক চলচ্চিত্রের প্রদর্শন শূন্য প্রেক্ষাগৃহে। 


                         

বিয়োগ


ইচ্ছা ও চেষ্টার আপেক্ষিকতায় নৈরাশ্য নেমেছে বারবার।

পিছন ফিরে বদলে গিয়েছে অনুশীলন।

মনে হয়েছে - এটি আমার নয় ! এটি আমার জন্য নয় ! 

গ্লাসে আলতো ঠোঁটের ছোঁয়ায় উপভোগ্য শ্রেষ্ঠত্ব,

বাতাসে উদ্দীপিত জামা ;

সবাই গেছে নিজের মত করে,

পাহাড় কেটে গড়েছে একলা পৃথিবী।

গালিচা ঢালা সার্বভৌমত্বের পথে অভিযোজনে মেতেছে সব।

বাতাস থেমে গেছে কবে ! 

খালি গ্লাস হাতে আমিও চেয়েছি সার্বভৌমত্ব...

বনের পথ ধরে।

কারণ - সেটি আমার নয় ! সেটি আমার জন্য নয় !


**********************************



দেবজ্যোতি দাশগুপ্ত


 জন্ম ১৯৮৮ সালের ১৫ই অক্টোবর নদিয়া জেলার কল‍্যাণীতে। কাঁচড়াপাড়া কলেজ থেকে ইংরাজী সাহিত্যে সাম্মানিক এবং কল‍্যাণী বিশ্ববিদ‍্যালয় থেকে ইংরাজী সাহিত‍্যেই স্নাতকোত্তর। লেখালেখির শুরু ছোটবেলায় । কবিতা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে - 'কৃত্তিবাস মাসিক', 'নিরন্তর', 'মধ‍্যবর্তী', 'বৈঠকী আড্ডা', 'শুধু বিঘে দুই' সহ বিভিন্ন পত্রিকায় এবং দুই বাংলার জনপ্রিয় "কবিতায় এপার ওপার" সংকলনে। অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ তথ‍্য-সংস্কৃতি দপ্তরের 'কবিতা আকাদেমি' আয়োজিত কবিতা উৎসবে ও "সাহিত্য অকাদেমি" আয়োজিত "মুলাকাত" অনুষ্ঠানে। "কৃত্তিবাস মাসিক" এর তরফ থেকে পেয়েছেন "তারাপদ রায় সন্মাননা"। একমাত্র কাব্যগ্রন্থ -  "এখনও অনেক বাকি" (২০২০)

                                                          প্রকাশিতব্য 

                                                                              


1 টি মন্তব্য: