কবি শহীদুল ইসলাম-এর দুটি কবিতা
হা! হুতাশ
আমার কলজে পুড়ছে, কই বাতাস তো পৌঁছে দেয় না ঘ্রাণ
তোমার নাকে।
জ্বলনে জ্বলনে করিনি তো চিমনির মত দূষণ
বাতাসের পক্ষপাতিত্ব সে আমার বদনসীব
এমনওকি প্রশ্ন জাগে তোমার?
কাঠঠোকরার মত কেন খুবলে জখম করিনি শিমুলের শরীর।
গ্রীলের জানালায় চিঠি চালাচালি, বকুলের তলায় পূবের হাওয়ায়
শেষের কবিতা পঠন
অবেলার স্নিগ্ধতায় তোমার এলোচুলে আমার হাত
বর্ষায় হাটাহাটি কাকভেজা শরীর,বজ্রপাতের শব্দে একটি বুকে
লুকানো ভয়ার্ত মুখ।
থাক এখন আর নস্টালজিয়ায় বুদ হয়ে লাভ নেই!
অনুভূতি মরে গেছে শহরে
অনুভূতি মরে গেছে শহরে,
চেতনার বাসনা নিয়ে বাতাস ডাক দিয়ে যায়।
শব্দের যাতনা কানের গহ্বরে তলায় না জানি।
ডাহুকের মত রক্ত তোলে মিছামিছি।
সেদিন গিয়েছে চলে যেদিন যাবার।
মরে গেছে সে ব্যথা আর গোঙানির শব্দ শুনে শুনে
সহ্য হয়নি বুঝি প্রবাহের প্রমাদ আহ্লাদ।
*****************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন