মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

কবিতা * দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়




কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়-এর একটি কবিতা  


হে জীবন 


জ্বলন্ত ভাদ্রের নৌকো।ঢেউ ছুঁয়ে গাঙচিল 

চক্কর দিচ্ছিল,স্রোতমুখেই দূরের নিশানা।

দূর -- সে কি দেশ, না অদেশ? যাই হোক,

স্মৃতি মুছে মুছে দিনস্পন্দ সারা পথ --

জীবনের জ্বরে পোড়া আতুর বাজনাটা।

পাতা -পাখি ছুঁয়ে হলদে আলো ওড়াউড়ি, 

ডুবসাঁতারের দমচাপ আবিষ্কার, 

কূল আর জলের ঘাটে ঘাটে ধ্বজা তুলে 

আশা,না নিরাশা উড়ছে!উড়ুক। হারা লোক

গলাগলি কালো আর হরফে, পিঠে পিঠে 

ঘন ডোরা প'ড়ে গেছে। হে জীবন বাইরেই 

রাখলে নির্বাসনে। এত দ্যুতি--- অনিশ্চয়ে, 

পতিৎ অজনে, সাজ - চড়াবো বসতের 

চাকনচিকণের কোনোখানে কি সে পেত?


**************************************


কবি পরিচিতি: বিশিষ্ট কবি ছড়াকার এবং অনুবাদক। জন্ম : ৫ ডিসেম্বর,১৯৩৬  কাব্যগ্রন্থ : নীলাম্বরী (১৯৫৯) বৃষ্টির শব্দ ও অন্যান্য কবিতা (১৯৫৯) সম্পাদিত গ্রন্থ : " জীবনানন্দ দাশের কাব্য সংগ্রহ "(১৯৯০) দীপক রায়ের সঙ্গে সম্পাদিত " বাংলা আধুনিক কবিতা " স্প্যানিশ ভাষা থেকে তিনি একাধিক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন