কবি সুধাংশুরঞ্জন সাহা-র দুটি কবিতা
মানালি
এখানে রাত এক আশ্চর্য আপেল বাগিচা ।
পাকা আপেলের ভারে অবনত শত শত গাছ ।
আমার মাথার ভিতর বনবন ঘোরে ঘুমের চাকা ।
নির্ঘুম রাতের কাছে খুলে বসে শীতের মহল ।
এবড়োখেবড়ো মানচিত্র ছুঁয়ে নামে ঘুম ।
ঝুলিতে তার নানান রঙের মোহর !
এক একটা মোহরের গায়ে এক একটা
প্রাগৈতিহাসিক উপমহাদেশের রহস্য,
আমাকে হাতছানিতে ডাকে ।
আমার কপালে তখন ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু
যেন ভরাকোটালের বিধ্বংসী রাগমোচন ।
নায়েগ্রা ফলস
দুরন্ত বেগে ধেয়ে আসা এক বিস্ময় নদী।
নিরন্তর ঝাঁপ দিচ্ছে অজ্ঞাত অতলে।
অনন্ত গতিময় উড়ন্ত জলের অবাক মৃত্যুনেশা,
যেখানে সভ্যতার সমস্ত শৌখিনতা ম্লান।
স্তব্ধ সব নর-নারীর সংলাপ।
আত্মহননের এমন অন্তর্লীন বিরল স্রোত
পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
**********************************************************
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০ ইত্যাদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন