মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ধৃতিরূপা দাস




কবি ধৃতিরূপা দাস-এর দুটি কবিতা


সখা প্রিয়ংবদা


সুন্দরী 

হাত নেড়ে 

যৌনতার 

ঘ্রাণ ছড়ায় 

খায় চুমু 

দীপ্তিমান 

পোষ্যকে। 

এই উদার 

উৎসবের 

মওকাতে 

ঘুমকাতর 

অই নেড়ি

হাই তুলে 

ঘুম গেল।


কেন্নোটা এই পথ দিয়ে ফের আসবে তুমি দেখো!

কেন্নো--ভয়ের কেন্দ্র দিয়েই নিঁখুত সরল-রেখ

ফিরতে পারে বা ফিরতে হয় ভারতবর্ষে যদা

হাত কাটিয়ে ভিক্ষা বেশি পেলেন প্রিয়ংবদা


******************************************************



ধৃতিরূপা দাস 

এ সময়ের অন্যতম শক্তিশালী কবি । বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং ব্লগজিনে নিয়মিত লিখছেন ।
গভীর জীবনবোধ, আবেগের সঙ্গে মেধার পরিমিত রসায়ন--- সবমিলিয়ে ধৃতিরূপার কবিতা বিশিষ্টতা দাবি করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন