পার্থ প্রতিম গোস্বামী-র দুটি কবিতা
পরখ
সমস্ত উড়িয়ে দেবো
সমস্ত পুড়িয়ে দেবো জলে
দেখি তুমি কতখানি চাও
দেখি তুমি কিভাবে বাঁচাও
নীলিমায় ওষ্ঠ ছোঁয়ালে ||
ফুলডুংরি
তোমার বাড়ির রাস্তা চিনি
নদীটির ধার ঘেঁষে
দুদণ্ড পাথরে জিরিয়ে
ফুলডুংরি পাহাড়ের গায়
এত্ত সহজ
তবু কিছুতেই খুঁজে পাই না কেন
চুপ করে তুমি ডাকছো
আমার আকাশ ভেসে যায় ||
**************************************************
পার্থ প্রতিম গোস্বামী
পেশায় স্কুলশিক্ষক (ইংরেজি ভাষা) পার্থ প্রতিম লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন।
কবিতা লেখা, গান তৈরী ও গান গাওয়া-র মধ্যে জীবনের অপার আনন্দ খুঁজে পান।
বসবাস পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন ।
এখনও পর্যন্ত কোনো কাব্যগ্রন্থ নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন