কবি দেবজ্যোতি দাশগুপ্ত-এর দুটি কবিতা
কোষ
আণুবীক্ষণিক অস্ত্রোপচারে জর্জরিত
সৃষ্টির নৈশ কবর।
সুষুম্না সিঁড়ির পাকদন্ডী বেয়ে,
জমায়েত হয় নিষিদ্ধ বহুকোষী রিপু।
অভিকর্ষের 'অ' সংযোগে পছন্দের বৈপরীত্য।
রুবিক কিউবের পালাবদলে,
কোষপর্দায় স্পষ্ট হয়ে ওঠে
একাঙ্ক চলচ্চিত্রের প্রদর্শন শূন্য প্রেক্ষাগৃহে।
বিয়োগ
ইচ্ছা ও চেষ্টার আপেক্ষিকতায় নৈরাশ্য নেমেছে বারবার।
পিছন ফিরে বদলে গিয়েছে অনুশীলন।
মনে হয়েছে - এটি আমার নয় ! এটি আমার জন্য নয় !
গ্লাসে আলতো ঠোঁটের ছোঁয়ায় উপভোগ্য শ্রেষ্ঠত্ব,
বাতাসে উদ্দীপিত জামা ;
সবাই গেছে নিজের মত করে,
পাহাড় কেটে গড়েছে একলা পৃথিবী।
গালিচা ঢালা সার্বভৌমত্বের পথে অভিযোজনে মেতেছে সব।
বাতাস থেমে গেছে কবে !
খালি গ্লাস হাতে আমিও চেয়েছি সার্বভৌমত্ব...
বনের পথ ধরে।
কারণ - সেটি আমার নয় ! সেটি আমার জন্য নয় !
**********************************
প্রকাশিতব্য
নতুনত্ব লাগলো.. সুন্দর
উত্তরমুছুন