কবি শীলা দাশ-এর দুটি কবিতা
ধ্রুপদী গৃহস্থালি
শেষ রাতে ছায়া ছায়া ধূসর
দেয়ালের পেরেকে মাথা ঠুকি
নীল রক্ত ঝরে হৃৎকমলে
আহত অভিমান আলো মুখে
কালি লেপে দেয়
স্বপ্নদের ভেঙ্গে চুরচুর করি
সুখেরা অচেনা ভয়ে মুখ
লুকোয় কৃষ্ণগহ্বরে
ভস্ম ধ্রুপদী গৃহস্থালি।
মরাকোষ
আমাদের চেকনাই করা চামড়ার
ভেতর থেকে জেগে উঠছে মরাকোষ
এই মিথ্যে ঠোঁটে শাঁখ
বাজালাম
শঙ্খধ্বনিতে চমকে
উঠলো জরায়ু
মৃত্যুর জন্য যে খাট
সাজানো হোলো
তাতে খুঁদকুড়োর মত
ফুলের পাপড়ি ছড়ালাম
মিথ্যে চোখ দিয়ে খুঁজে
বেড়ালাম ঘরগৃহস্থালি
নাভির ভেতর জন্মরেনু
কুড়োতে
এসে অঙ্গার হয়ে গেলাম
ছাইভস্ম হতে হতে স্বপ্নে আর্তনাদ
আদুরে একমুঠো ভালবাসার জন্য
ছেঁড়া খোঁড়া হৃদয়ে
হাতড়ে বেড়ালাম
কবেকার আঁতুড়বেলা।
***************************************************
শীলা দাশ
জন্ম ৪ জানুয়ারি ১৯৫২,বারাসাত
পিতৃভূমি বাংলাদেশ
শিক্ষা এম এ বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়
অবসরপ্রাপ্ত রাজ্যসরকারি কর্মচারী
নিবাস বারাকপুর
পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাসহ কলকাতার
কিছু বিখ্যাত সাহিত্য পত্রিকাতে নানা কাব্যসংকলনে কবিতা প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
গাঢ় নীল অন্ধকারে * সময় ফুরোবার আগেই * রোদ মেলেছে পা * বিস্মরণে ২৫শে বৈশাখ * নাম দিলাম প্রত্যয় * সেদিন সূর্যাস্তে *পৃথিবীর বয়সিনী মেয়ে* প্রেমকাব্য ও সনেটগুচ্ছ
শীলাদির কবিতা আমাদের খুশীমাখা এক সত্যি জীবনের খোঁজ এনে দেয়।
উত্তরমুছুনজীবন যন্ত্রনায় মিশে যাওয়া খুব সুন্দর দুটি কবিতা,
উত্তরমুছুনমুগ্ধ হলাম পাঠে। বড় সুন্দর কাব্য। অনেক শ্রদ্ধার।
উত্তরমুছুন