মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

কৌশিক সেন





কবি কৌশিক সেন-এর দুটি কবিতা 


ক্রশওয়ার্ড


কি করে ফোটো, এতো যন্ত্রণায়, পদ্ম!


আজকাল বড় ঈর্ষণীয় হয়ে উঠেছে, এই বুনন

আজকাল বড় তীক্ষ্ন হয়ে উঠেছে, এই নদীতীর  

আজকাল বড় তীব্র হয়ে উঠেছে, অববাহিকার গান


যাকিছু উৎসব, তরঙ্গবাহিত 

যাকিছু মেঘ, বায়ুবাহিত

যাকিছু শব্দমালা, অশ্রুবাহিত – 

সকলই সাজিয়ে রাখা আছে

কবেকার সুডোকুর ছকে


এসো, বিনিয়োগ করি

এসো, বিনির্মাণ করি

এসো, সমাধান করি।



সীতাহরণের পর


ধূধূ শরীরে মাংস লেগে থাকে খানিক খানিক

হয়তোবা বাদামী পিচফল

একদিন অতিক্রান্ত হবে লক্ষণরেখা

মাংসল গ্রীবা থেকে ঝুলে পরবে

রূপকথার ডালিমকুমার, পার্বত্য মেঘ

আকাশি বিদ্যুৎ


শরীর, নাকি মধ্যরাতের কুকুরডাকা অন্ধগলি!

দুই ঠোঁটে পশুভাব, হত্যারহস্যে কোনো ক্লু ছেড়ে যায়নি

অভারকোট, রোদচশমা অথবা কাউবয় টুপি...

শুধু বিন্দু বিন্দু মাংস জমে থাকে

শুধু বিন্দু বিন্দু শ্রম জমে থাকে

শুধু বিন্দু বিন্দু ঘৃণা জমে থাকে...


******************************************



কৌশিক সেন

জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই। কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন।  কেন্দ্রীয় সরকারী কর্মচারী। সতেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা।  দিল্লী ও দিল্লীর বাইরে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত।  প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো।


২টি মন্তব্য: