কবি শতদল মিত্র-এর দুটি কবিতা
শিরোনামবিহীন কবিতা
১.
দুই হাতে ছেনেছি পুণ্য
সুন্দর যত পাপ
নিজেই নিজের সাজিয়েছি চিতা
চোখের জলে আগুন নিভে গেলে
পুন্নাম নরকে এক হাঁটু পাঁকে
আতপ তিলে তর্পন সারি।
বলি – নমঃ! ন মম!
চরাচর জুড়ে জেগে ওঠে শিখা
ভেসে ওঠে ঈশ্বরের মুখ!
ঈশ্বরের বেশে কে ও!
দয়িতা, নাকি আত্মজধ্যান!
প্রেমিকসত্তার আগে পিতৃহৃদয় যদি জাগে
সে যদি পাপ হয়
সে পাপ পুণ্যের সমান।
তৃপ্ত তর্পন শেষে দেখি
আত্মা নিংড়ানো আলো জাগে—
দয়িতার কোলে আমি আর
আমাদের আনজনমের সন্তান!
২.
কী বোকা লোকটা!
রাত্রির দ্বিতীয় যামে
রোগা রোগা পুরাণ দু’হাতে
অঞ্জলি মেলে বলছে,
--আলো দাও!
বিপ্লব চাই-ই...
হেঁকে গেছে ফেরিঅলা কবে!
বোকা লোকটা আজও
রক্তিম মাটিতে হাঁটু গেড়ে প্রার্থণায়।
সবুজ গলা ড়ুকরে ওঠে,
-এসো প্রেম!
দু’চোখে তার ঘরের দাওয়াত!
****************************************
সুন্দর দুটি কবিতা পড়লাম। কবিকে অভিনন্দন জানাই।🙏
উত্তরমুছুন