মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

শতদল মিত্র





কবি শতদল মিত্র-এর দুটি কবিতা  


শিরোনামবিহীন কবিতা

১.

দুই হাতে ছেনেছি পুণ্য

সুন্দর যত পাপ

নিজেই নিজের সাজিয়েছি চিতা

চোখের জলে আগুন নিভে গেলে

পুন্নাম নরকে এক হাঁটু পাঁকে

আতপ তিলে তর্পন সারি।

বলি – নমঃ! ন মম!

চরাচর জুড়ে জেগে ওঠে শিখা

ভেসে ওঠে ঈশ্বরের মুখ!

ঈশ্বরের বেশে কে ও!

দয়িতা, নাকি আত্মজধ্যান! 

প্রেমিকসত্তার আগে পিতৃহৃদয় যদি জাগে

সে যদি পাপ হয়

সে পাপ পুণ্যের সমান।


তৃপ্ত তর্পন শেষে দেখি

আত্মা নিংড়ানো আলো জাগে—

দয়িতার কোলে আমি আর

আমাদের আনজনমের সন্তান!


২.


কী বোকা লোকটা!

রাত্রির দ্বিতীয় যামে

রোগা রোগা পুরাণ দু’হাতে

অঞ্জলি মেলে বলছে,

           --আলো দাও!

বিপ্লব চাই-ই...  

হেঁকে গেছে ফেরিঅলা কবে!

বোকা লোকটা আজও

রক্তিম মাটিতে হাঁটু গেড়ে প্রার্থণায়।

সবুজ গলা ড়ুকরে ওঠে,  

             -এসো প্রেম!

দু’চোখে তার ঘরের দাওয়াত!


****************************************



শতদল মিত্র 

জন্ম: বৈশাখ 1368(ইং-1961)
আদি নিবাস: লাভপুর, বীরভূম। 
বর্তমানে কলকাতা নিবাসী।
পেশা: মুদ্রণ প্রযুক্তিবিদ
সম্পাদক: "কথক"
*প্রকাশিত বই:
কবিতা:
গড়িয়ে দিলাম কথা
লিখি নদীজল
মুনিবান 
পোড়া মৃত্তিকা হারানো জন্ম
রাত্রি লিখি রোদ্রের আখরে 
বিভাব কবিতাগুচ্ছ
গল্প: 
শালগাছ কিংবা অতিলৌকিক আখ্যানগুচ্ছ 
নরেন ভাণ্ডারীর জীবনবৃত্তান্ত 
উপন্যাস
মাটির দুর্গের সেনা 
খননডিহি
জিওলবট কিংবা নিমজীবন কথা




1 টি মন্তব্য: