মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বিধান ঘোষ





কবি বিধান ঘোষ-এর দুটি কবিতা 


তুমি


বিগত সমস্ত রাত আমি ভেবেছি যে তুমি জল

বিগত সমস্ত দিন আমি দেখেছি তুমি আসলে

এককের ঘরে শূন্য, যদিও এখনো ভ্রম স্বচ্ছ

জলের মতো হয়নি। তুমি ক্লীব অথবা পুং কিংবা 

স্ত্রী'ও হতে পারো, তবে এই কথা আমার সংশয়, 

স্বপ্নে জাগানো ফুলের গন্ধ যেমন অচেনা হয়...



জনন 


জনন এঁকেছো তুমি রোজ ওই চাঁদে

সংসার জড়ানো এক বিশাল আহ্লাদে।


***************************************



বিধান ঘোষ

প্রতিশ্রুতিমান তরুণ কবি । জন্ম ৩১ অক্টোবর ,১৯৯৫ । কলাবিভাগে স্নাতক । লেখালেখি অনেক আগে শুরু করলেও , সে অর্থে কবিতায় আত্মপ্রকাশ ২০১৮ সালে । এবং সীমান্ত স্বরবর্ণ শিল্পজগৎ প্রভৃতি ওয়েবজিনে এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখছেন 

২টি মন্তব্য: