কবি সোমা দাস-এর দুটি কবিতা
হারানো চাবি
রাত এখন সেই হ্যারিকেনের মতো, যা
নিভে যাবার আগে দপ্ দপ্ করতে থাকে।
অন্ধকারের জাল কেটে
বেরোতে পারেনি যে ফড়িং
তার ডানা বন্ধক রাখা আছে গাছের কাছে।
প্রতিটা রাতের মৃত্যুর সাথে একবার করে
হারিয়ে ফেলি কোনদিন খুলতে না পারা
সেই বন্ধ ঘরের চাবি!
বদল
পলি জমে জমে
উপরে উঠে আসছিল নদী
পিঁপড়েরা অনতিবিলম্বে
বদলে নেয় ঠিকানা
ভাঙতে থাকা পাড়ে কোনো
শিকড় ছড়ানো ছিলনা
********************************************************
সোমা দাস
জন্ম ও বেড়ে ওঠা কৃষ্ণনগরের কাছেই এক গ্রামে।
কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক।
কলেজ ম্যাগাজিনেই প্রথম লেখা।
তারপরই বিয়ে হয়ে মাঝখানে বহু বছর বিরতি, আবার শুরু
চার-পাঁচ বছর আগে।
এ-পর্যন্ত একটি ই কাব্যগ্রন্থ
" নীলচে আলোয় দেখা"
দুটি কবিতাই ভালো লাগলো
উত্তরমুছুন