কবি তনুজা চক্রবর্তী-এর দুটি কবিতা
নবান্নের ঘ্রাণ
অনাহূত রাত্রিকে অবহেলে ঠেলে দিয়ে
এলো যখন প্রাতরাশের সকাল,
মর্মর সঙ্গীতে অপূর্ণ প্রত্যুষ ;
শুনি বিলাপের সুর ---
ওই ওরা পায়ে পায়ে যায়।
হাট খোলা ময়দানে হাঁটু ঢাকা শরীরের খিদে,
মাথা ঢাকা কঙ্কাল পিছু পিছু হাঁটে!
বুকে জুড়ে স্তন মুখে শিশু।
হাতে হাতে গিঁথে দেয় সবুজের আশা।
রোদ পোড়া হিম মাখা গায়ে নতুনের ঘ্রাণ,
খুঁজে চলে আজীবন---
নবান্ন আসে নবান্ন যায়----।
অন্যরকম ভাবে
কেবল মনটাই থাক মনের সাথে
সব রঙ নিয়ে একা।
আর যা কিছু হবে না কোনদিন--
উন্মুখ, আকাশের চাঁদ তারা মাটির সহবাসে ;
করবে নিবেদন?
অবোধ শিশু কচুরিপানার দাম
জলকেলি ভুলে নাচবে কথাকলি!
প্রকৃতি যদি সম্মতি দেয়,
বদলাতে রাজি তারাও---
তাইতো ইচ্ছে হয়,
মনটা যদি বাঁচে অন্যরকম ভাবে ;
নয় যা তা'ও হয়।
তনুজা চক্রবর্তী
জন্ম ১৯৭৬ সালের ১৭ই আগষ্ট। আশাপূর্ণা দেবীর লেখা পড়ে কলম হাতে তুলে নেওয়া। প্রথম আত্মপ্রকাশ কবিতায় ২০১৭ সালের বইমেলায় একটি লিটিল ম্যাগাজিনে। তারপর ছোটো বড়ো বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় কবিতা,গল্প, প্রবন্ধ। দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পাঠক প্রকাশনী থেকে। একমুঠো অভিমান ও মেঘ ভাঙা রোদ্দুর।
বাহ্। খুব সুন্দর😍💓
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনদারুন
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনদারুন লাগলো দিদি।
উত্তরমুছুন