কবি মলয় চৌধুরী-র দুটি কবিতা
শব্দের প্রয়োজনে
বহু ব্যবহারে ক্লান্ত বিবর্ণ
তবু ভীড় করে চলে শব্দের মিছিল।
শিশুর মুখ আর মৃতের স্মৃতিচারণায়
বারবার আবর্তিত শব্দের ঘরবাড়ি।
শব্দ ভেঙেছে অবিরত
অন্যান্য শব্দের প্রয়োজনে
গড়েছে বাগান, খামার, গেরস্থালি ;
শব্দ এনেছে প্রেম বিচ্ছেদ বিরহ
বর্ণমালার অবিচ্ছিন্ন শস্য ক্ষেত ।
উচ্চ ফলনশীল শব্দের বীজ
মাঠ থেকে তুলে নিয়ে যায় আহাম্মক ঠোঁট,
নির্বাক শব্দের দেহ অসহায় দহনে
মৃত্তিকা উর্বর করে
নতুন শব্দের প্রয়োজনে।।
শব্দ চয়নে
শব্দ কী ঝরে পড়ে
বৃষ্টি অথবা অশ্রুর মত ?
শব্দ কী বয়ে চলে জীবনের ক্ষত?
শব্দ কী মারা যায় ঠিকানা হারায়
ঠোক্কর খেতে খেতে পথ পাল্টায়?
শব্দ কি অপেক্ষায় থাকে
ভাল সময়ের? হাত রাখে
অভাজন কপালে মাথায়?
শব্দ কী কাছে আসে চলে যায় দূরে
শব্দ কি বদলায় ঘর ভাঙে গড়ে?
শব্দ কী প্রতিবাদী দুনিয়া বানায়
শব্দ কী ভয় পায় মৃত্যুর ভয় ?
ভাললাগা শব্দেরা প্রবাস যাপনে
মনে পড়ে ইতিকথা শব্দ চয়নে।।
**********************************************************
খুব ভালো লাগলো। চলুক লেখা।
উত্তরমুছুন