বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

লিটন শব্দকর



লিটন শব্দকর / দু'টি কবিতা

বারকর্ড


নদীটি সন্ধ্যেবেলা দুটি তারে প্লাগিং করে

একালের নদী যেমন মেঘের রেণু ডোবায়


ধূপঘরের লুব্রিক্যান্ট চোখের সব ঋতুতে

বইয়ের পাতার ভাজ খুলে মসৃণ করলেই

নিরুদ্দেশ শ্রাবণ বারকর্ডের আঙুলে

নলখাগড়া ছুঁইয়ে ডাকে - অরণ্যে এসো।












অরণ্যতিথি

খুব ভোরবেলা পৌঁছে গেছি তিথির বাড়ি,

ছাদে ওঠানামার একটিও সিড়ি দেখিনি,

পাতা আছে শুধু কুয়াশার ধাপকাটা বন।

চারপাশে ফুটে থাকা রানিফুল যত্ন পায়

অনেক সপ্তাহ তার আসেনি কোন খবর

ঘাস মুখে উপত্যকায় চড়ে বেড়ায় গয়াল

আলিঙ্গনের পাঠ শেখায় অঞ্জন আঁচিল

পূর্বজ পাহাড়ি চাঁতালে ভেরেণ্ডার ফুলে

সারা হলে উষ্ণতার পুজোর আয়োজন

কাকভোরে স্নান সেরে দুটো নারী পুরুষ

আমাকে প্রেমিকের সাজসজ্জা পাঠায়।



*******************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন