
প্রার্থনা
বিশ্বনাথ পাল
প্রতিদিন ঠাকুরের আসনে ফুল দেওয়া অনেক দিনের অভ্যেস। ফুল কিনব বলে ফুটপাতের রেলিঙে হেলান দিয়ে সাইকেলটা দাঁড় করিয়েছি, হঠাৎ মনে হল চাবিটাও লাগাই। ফুলের দোকানে ভিড়, খানিক ক্ষণ দাঁড়াতে হবে। এই ফাঁকে সাইকেলটা যদি কেউ হাওয়া করে দেয়! ইতিপূর্বে দু’বার আমার সাইকেল চুরি হয়েছে।
ফুটপাতে ফুলের দোকানের পিছনে গির্জার দেয়াল। না, পুরোটা দেয়াল নয়, বেশ খানিকটা ফাঁকা অংশে গ্রিল। তার ভেতরে পাথরে সাজানো পাহাড়ে মাতা মেরী। জাতি ধর্ম নির্বিশেষে এখন অনেককেই দেখি এই মাতা মেরীর সামনে মোম জ্বালিয়ে প্রার্থনা জানিয়ে যায়।
ফুলের দোকানের ভিড়টা প্রায় হালকা হওয়ায় আমার ফুলের অর্ডারটা দিলাম। হঠাৎ একটা লোকের গলা কানে গেল, ‘আমি তোমার সামনে একশোটা মোমবাতি জ্বালাব। আমার সাইকেলটা যে শুয়োরের বাচ্চা চুরি করেছে, সে যেন এক সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়।’
খুব ইচ্ছে হল লোকটার মুখ দেখার। ঘাড় ঘুরিয়ে দেখি মাতা মেরীর কাছে প্রার্থনা জানিয়ে দ্রুতপায়ে হেঁটে যাচ্ছে লোকটা।
****************************************************************************************************
**************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন