বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

শ্রীদাম কুমার



শ্রীদাম কুমার-এর কবিতা 

সহজিয়া-সীরিজ


      (  ১.)

সহজেরে আঁকড়ে ধরি 

সহজ হবো বলে


সহজের বোঝায় দিন দিন

লঘু হয়ে মিশে যাচ্ছি মাটিতে


সহজের ভারে নত হতে হতে

আমার শেষ বিন্দুটিও বুঝি 

মিলিয়ে যাবে মাটিতে


     (২.)


মাটি আমায় দেয়নি তিলক 

আমিই মাটির তিলক হয়ে

মিশে যাই মাটিতে




      









 (৩.)

শূন্য কলসের রব হৈ হৈ  কত কী...

ছুটোছুটি ধুন্ধুমার এতোকাল 


শূন্যতাই পেলাম শুধু শেষে

বুক নিংড়ানো বিষাদ, ঠিক


ছায়াপথ-ডাকে পৌঁছাবে 

সমাধির ঠিকানায়...


   (৪.)

চারপাশে উড়ছে বিদ্রূপ রাশি রাশি

শাণিত বর্শার ফলা ঝিকমিক

                  চাঁদনীর চন্দ্রকলা হাসি


পারঙ্গম চৌষট্টিকলা ছুঁয়ে বইছে বাতাস

কেঁপে যায় ছায়াগোপন  ত্র্যস্ত বাঁশি


 চারপাশে উড়ে উড়ে যায় বিদ্রুপ চাহনি

ঘোলাজলের ফোয়ারায় ভিজছে চারদিক


************************************************************************************************



শ্রীদাম কুমার  

জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩  ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন