বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

রাসবিহারী ঘোষ



রাসবিহারী ঘোষ / দু'টি কবিতা  

শেকড়ের শব্দ


শেকড় মাটির নিচে অনেক দূর ছড়ানো

গাছটাও ঐতিহ্যবাহী বহু পুরনো

লতায় পাতায় জড়াজাপটি এক্কেবারে

কিছু উদ্যমী করিৎকর্মা দূর দূরান্তরে


 রাত যখন ঢুলুঢুলু চোখের পাতায়

শেকড়ের নানা শব্দ প্রকট হয় 

বুকের ভেতর মোচড় , ক্রমাগত কুঁড়ে কুঁড়ে 

নারকেলের মালার  মত ফাঁকা হয়।


দূর থেকে শেকড়ের দীর্ঘশ্বাস শোনা যায়

এমনকি কর্মব্যস্ত দিনের গদিমোড়া কেদারায়।

নানা অছিলায় বা বাধ্য হয়ে কখনও সখনও কাছে 

যেতে না পারলেও


ওরা ঢুকে যায় গভীর থেকে গভীরে

শব্দ শোনা যায় জোরে,আরও জোরে

দিনের পর দিন, অথবা শেষ দিন

পর্যন্ত।তখন তোমার অবস্থা ক্ষীণ

থেকে ক্ষীণতর।











চালচিত্র

সিঁড়ি ভাঙ্গে কাল্পনিক আলোছায়া এক লহমা।

কালো কোট টুপি সাহেব হাঁটে মেঘলা আসমা।

ছুঁড়ে দেয় বর্ণছটা, ফালাফালা স্বপ্নিল রোদ।

ছায়ামেদুর বিকাল সাদা বিড়াল পাঁচিল।ঝিঙেফুল 

হলুদ লতানো হাসি দিগন্ত পরন্তবেলা।

আলখাল্লা ফকিরি আকাশ ঝিকিমিকি ঝোলা 

একগাল হাসি।চালচিত্র সরে সরে হাঁটু জল পার, 

ঢুকে যায় অলস ----

বুড়ো আঁধার জাল টানে কাদা মাখা নৌকা 

অপার। এক বিছানায় গড়াগড়ি খায় কল্পনা 

বালিশ। বাস্তবতা নাকি জলজ্যান্ত উড়ুক্কু ফানুস।


****************************************************************************************************



রাসবিহারী ঘোষ

জন্ম ও কর্মসূত্রে বর্ধমান নিবাসী।পড়াশোনা শান্তিনিকেতনে।ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ।পেশায় শিক্ষক।নেশা কবিতা।প্রিয় বিষয় প্রকৃতি,আঁধার ও মনস্তত্ত্ব।প্রথম কবিতার বই "ভিতরের ভিতর" এর আত্মপ্রকাশ কলকাতা বইমেলা ২০২২।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন