রামকৃষ্ণ মাহাতো / দু'টি কবিতা
চর
একদিন পৃথিবী চুঁইয়ে জল পড়ছিল প্রেমিকের কবিতায়
ঝরঝর ঝরঝর ঝরঝর ;
আঙিনা মেঝে বারান্দা তখন কাদা কাদাময়
এ কাদা একটা অবৈধ সম্পর্কের মতো ,
যার চর জুড়ে শুধুই ক্ষয়ে যাওয়া হাড় ।
এখন তুমি সেচ্ছায় চলে যেতে পারো
সবই শুকনো নদী !
বুড়িটা
শালপাতা বিক্রি করেই বুড়িটা সংসার চালত ।
গাছের ডগা থেকে , ঝোপের আড়াল থেকে টেনে
তুলত কচি কচি পাতা , দাতুন
তারপর রাতভোর চলত শালপাতার পেট সেলাই
পতরি , খালা , নুড়ি'ই তখন বুড়ির জমানো ধন ।
ঐ জমানো ধনে ছেলে বাইরে পড়াশোনা করল
দুঃখের দিন বদলে গেল । ছেলে চাকরি পেল ।
পেশাও পরিবর্তন হল । পাত-দাতুন থেকে ঝি ...
**********************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন