বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

পলাশ দাস

 

পলাশ দাস / দু'টি কবিতা 

ছায়া ভাসে ছায়া কাঁপে 


পিঠ ফিরে আছে যে নদী 

সেখানে কোনো জবরদখলের গল্প নেই 

 

শুধু জল টলটল 

ওপারে দীর্ঘ বন 

আকাশে দিক খুঁজে যায় 

কয়েকটি ব্যর্থ উড়ান ভরা পায়রা 

তারের জনপদ ঘিরে বসে আছে আমাদের দীর্ঘ পুরাতন  


সূর্য ওঠে আবার নিভে যায় 

জানলার ভিতরের শিকে 

বিঁধে আছে ছেঁড়া ছেঁড়া আকাশ 




                                                        






এস্রাজ  

হেঁটে চলেছ আর 

পায়ে পায়ে নুয়ে আসছে সময় 

মাথা ছুঁয়েছে আকাশ 

দু’হাত ছুঁয়েছে দীর্ঘতম ভূমি  


ছিন্ন একটা মাঠ 

হলদে রঙের হেমন্তের গাছ  

বৃষ্টি ঝরতে দ্বিধায়   

মন্দ গন্ধ ছুঁয়ে যাচ্ছে মৃত এস্রাজ  


                                              **********************************************************************************************



 পলাশ দাস

জন্ম:- 27 মার্চ, 1989,বারাসাত।
স্থায়ী বসবাস বারাসতে। পিতা- প্রদ্যুৎ দাস, মাতা- কৃষ্ণা দাস।
2018 সালে প্রথম কবিতা প্রকাশ,কলকাতা শব্দহরিণ পত্রিকায় সাত্যকি নামে(পরিবার প্রদত্ত নাম পলাশ দাস)। পরবর্তীতে নিজ নামেই লেখা প্রকাশ। লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা হচ্ছে।কবিকথা, কাগজের ঠোঙা,কালধ্বনি, পদক্ষেপ,সাহিত্য সৃজনী, সাগ্নিক, অবেক্ষণ, অর্বাচীন,মুখর,কবিতা সীমান্ত, আখরকথা, কবিতা নগর,ষোলো আনা, ঝিলম,ভোরের সাঁঝপথ,কবিতা কুটির, আজকের কুরুক্ষেত্র,বিবস্বান,নৌকা প্রভৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন