বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মনোজ বাগ




মনোজ বাগ / দু'টি কবিতা 

অব্যর্থ  যা , যা অমোঘ


উথাল পাতাল স্রোতে নাস্তানাবুদ একটি হালকা পলকা মোচার খোলা ।

দেখছি , প্রবল জলোচ্ছ্বাসেও ভেসে আছে ,

শত আঘাতেও ডুবছে না ।


যে কিছুতেই ডুবে যাবে না ,

অতলেও যে তল খুঁজে ঠিক পাবেই  ,

তার ভিতরের যে জীবনীশক্তি - তার যাদু-স্পর্শ ,

এই আমি ছুঁইয়ে দিচ্ছি তোমারও শরীরে ।


ও  খড়-কুটো , পাংশুপাতা , দেখ -

ঐ সঞ্জীবনী আমি ছুঁইয়ে দিচ্ছি

তোমাদেরও শিরায় শিরায় ।


উথাল পাতাল স্রোতে নাস্তানাবুদ

যত উড়োখই , তোমরাও দেখ -

ওই অন্তর্তেজ আমি চাড়িয়ে দিচ্ছি লতায় পাতায়

ঘাসে , মাটির প্রতিটি কণায় কণায় ।


এও এক অমোঘ বীজমন্ত্র , অব্যর্থ ওষুধ --

মৃতপ্রায় তোমার আমার সবার জন্য ।










যাত্রা

যেখানে হাইওয়ে , সমস্ত অলিগলি একদিন সেখানে গিয়েই শেষ হয় ।


স্বপ্নের ডানা তবুও একটা পথ-নির্দেশিকা চায় ।

যাতে রাস্তা চিনে চিনে যে কোন লক্ষ্যেই পৌঁছনো যায় ।


হাইওয়েগুলো তবু বারবার ঘুরে ঘুরে নিজেদেরই পরিক্রমা করে

আর অলিগলিগুলোও কোন একদিন প্রবল বর্ষণে ধুয়ে মুছে গেলে

কিছুই আর চেনা যায় না আগের মতো ।


একদিন ওটুকু চিহ্নও ধুয়ে মুছে গেলে

তখন আবারও শুরু হয় অন্য যাত্রার ...



*********************************************************************************************



মনোজ বাগ

পেশায় ব্যবসাজীবী । কবিতা বেঁচে থাকার রসদ ; অনিবার্য এক ইন্ধনও । প্রিয় কবিতার গ্রন্থ : গীতা , ঈশোপনিষদ , গীতবিতান , আমিই মাটি , আমিই আকাশ (সুজিত সরকার) । কবিতা প্রিয় বিষয় হলেও সাহিত্যের প্রতিটি শাখাই টানে । সঙ্গীত ও চিত্রকলার প্রতিও প্রবল আকর্ষণ আছে । ভালো লাগে ভাবতে : আপাত যা কিছু -- এই সবই এক পরম সত্যেরই প্রকাশ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন