বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মলয় চৌধুরী


মলয় চৌধুরী / দু'টি কবিতা 

বর্ষণ কথা


এখনো তোমাকে ভালবাসি

প্রেমিকের মত ,

তুমি প্রগলভ হলে

এখনো আমি শ্রুতিমধুর 

পিপাসায় ডুবে যাই  -

একক আলাপে মগ্ন থাকি

গভীর শূণ্যতা নিয়ে ।

কথা হবে যখন ঝরে পড়বে

কথা হবে সিক্ত বাদল বেলা ।


আমি যাই না

তুমি এলে দেখা হয়

কথা হয় বর্ষণে ।।









অযত্নের সংগ্রহশালা

যে দিন তুমি কথার মধ্যে দাঁড়ি-কমা টেনে দিলে

যে দিন হাতের জমাট বুননে

সোজা-উল্টো , উল্টো- সোজা -

নিঃসঙ্গ প্রবাসকাল নৌকা ঘাটে বসে  ।

অরণ্যরেখার পরে আলো ডুবে গেলে

নদীর তলদেশ থেকে অন্ধকার উঠে আসে ।


তবু তুমি প্রিয় নও আঁধারের মত ,

অভ্যাস হারিয়ে গেলে পড়ে থাকে অপেক্ষার ঘর ।

সেখানে অন্ধকার পাশে এসে হাত ধরে

উলকি আঁকে তারার শরীর।

বিবস্ত্র জীবন যাপন খাতা খুলে

নিজেকে লুকানোর গলিঘুঁজি খোঁজে ।

এভাবেই কোথাও অযত্নের সংগ্রহশালা গড়ে ওঠে

দাবিহীন অনভ্যস্ত সৃজন পৃথিবীতে ।।


***********************************************************************************************



মলয় চৌধুরী  

সোনারপুর, দক্ষিণ কলকাতায় 1965 সালে জন্ম। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, জলপাইগুড়ি শহরের বাসিন্দা। স্কুল জীবন থেকেই লেখার অভ্যাস। আঞ্চলিক পত্রিকাগুলিতে একসময়  কবিতা প্রকাশিত হত। মাঝে দীর্ঘ একটি সময় লেখালেখিতে ডায়েরি পূর্ণ হলেও আত্মপ্রকাশ ছিল না। ইদানিং আবার নতুন করে লেখা প্রকাশ করার আগ্রহ এবং অবেক্ষণ, ইচ্ছেকথা, অর্বাচীন, বাংলার লেখা , মল্লার,শব্দদ্বীপ , বইসই ,সাঁকো, মিশিগান থেকে প্রকাশিত উদ্ভাস, নিউজার্সি থেকে প্রকাশিত অভিব্যক্তি প্রভৃতি ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়ে চলেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন