কল্পোত্তম / দু'টি কবিতা
শিকার
১
তোমার স্বপ্ন চুরি করা
লক্ষ্য চুরি করাতেও
শিকারীর সূক্ষ্ম লক্ষ্য ছিল জেনো।
তোমার পদচিহ্ন অনুসরণ করা মানেই
শিষ্য হবে না সকলেই
কেউ কেউ অনুসরণ করে
কেবলমাত্র ঘাতক হওয়ার বাসনা নিয়েই।
তুমি চেনো
কে শিষ্য, কে ঘাতক
কোন্ সূত্রে কার সমস্যার সমাধান
তোমার পদানুসরণ করে
কেউ যায় মরুভূমি, উষ্ণদেশে
কেউ যায় হিমালয়, ঠান্ডাদেশে
নীরবতা বজায় রাখো তুমি।
এই তোমার প্রতিবাদ
অথবা শিকার শিকার খেলা।
২
কার নখদর্পণে কে?
এই প্রশ্নে ভাবিত,
এই প্রশ্নে তোলপাড় জলস্থল।
বাঘ, হরিণ, বাজ, ইঁদুর সকলেই
নখদর্পণে রাখতে চায় সকলকে
তারপরও শিকার হতে হয়
হতে হয় আহত,
রক্ত-চক্ষুর আড়ালে তৈরি হওয়া শূন্যস্থানে
অভিষিক্ত হতে হতে
শিকার হয় সেও,
জন-জঙ্গলের শূন্যস্থান
চক্রাকারে আবর্তিত হয় শূন্যস্থানে।
এক মহা অন্ধকূপের নাম
লালসা
এক মহা অন্ধকূপের নাম
সম্পদ
নারী
সম্মান
মহা অন্ধকূপের ভেতর আবর্তিত হতে হতে
এগিয়ে যাই জন্মান্তরের দিকে।
*******************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন