নির্মল হালদার / তিনটি কবিতা
হরিতকী গর্ভের আলোয়
১
খদ্দের কালো না ফর্সা দেখলে হবে না
সে এক পয়সার সর্ষে চাইলে
তুমি তো আর পোস্ত দিবে না
খদ্দের শুধু খদ্দের।
উপর দিকে না চেয়ে
তোমার দিকে চেয়ে আছে
কখন তুমি দেবে এক সের চাল
ঘরের উনুনে হাঁড়ি।
জলদি দাও হে দোকানি,জল ফুটছে।
২
কে বলেছে সস্তা করতে
যা দাম তাই দাও।
কালো জিরেরও দরকার পড়ে
আমাকে নিয়ে যেতেই হবে।
ভালোবাসতেই হবে,
কালো জিরের গুণাগুণ।
৩
কখনো রাস্তায় দেখা হয় না
কেবল দোকানেই দেখা হয়
সারাদিনে দু' একবার
রোদে জলেও দোকানে যাই
খদ্দেরের ভিড় থাকলেও দেখতে পাই,
দোকানির চোখের হাসি
কী যে তার মানে, আমার জানা নেই।
**********************************************************************************************
নির্মল হালদার
বাংলা কবিতায় নির্মল হালদার ভালোবাসামাখা একটি সুপরিচিত নাম। আজীবন কবিতার প্রতি একনিষ্ঠ এই কবির কলমে রাঢ়বঙ্গের প্রকৃতি, প্রান্তিক মানুষের অব্যক্ত জীবনছন্দ বাঙময় হয়ে ওঠে। শেষ পর্যন্ত যা স্থান কালের সীমানা ছাড়িয়ে হয়ে ওঠে কালোত্তীর্ণ শিল্পসৃষ্টি । অস্ত্রের নীরবতা * সীতা * লালকমল নীলকমল * মারাংবুরু * পুরানো আখরগুলি * তমোঘ্ন প্রভৃতি কুড়িটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা
সম্প্রতি প্রকাশিত




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন