বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

কানাইলাল জানা



কানাইলাল জানা / দু'টি কবিতা

খেয়াল 


১.

খেটে খাওয়া দুপুরকে সঙ্গে নিয়ে হাঁটছি। আগুনের হলকায় ভরে যাচ্ছে যে সব লোকালয়, খালি করতে হবে অচিরেই...

২.

ঝাউ পাতার মতো ঝিরঝির কাঁপছিল যে সকল তালজ্ঞান, 'আমাকে ছোঁয়ো না' বলে সরে পড়ছিল যে বীজপত্র,তলপেটের গর্জন নিয়ে এসেছি,কিছুকাল এদের ধাঁধাঁর রাজ্যে রেখে আসব...

৩.

বাল্যকালকে নিরীহ ভেড়ার মতো চরাতে চরাতে যেখানে পৌঁছে গেছি নেকড়েদের প্রতাপ! পরিস্থিতি যা চিতা সেজে ওদের তাড়াবই...

৪.

যেখানে আছে যত ফিসফাস , ঘোঁটপাকান, ভাঙচুরের খেলা ,খিদের জ্বালা নিয়ে আসছি।প্রত্যেককে পাখির খাঁচা করে ভাসাব শূন্যে...









পুঁটলি এবং তারপর 


টিকি নাড়তে নাড়তে তিনটি খালি পুঁটলি কাছে এল

একটি পুঁটলিতে ভরি আমার অতীত

আর একটিতে আমার বর্তমান এবং তৃতীয়টিতে ভবিষ্যৎ ভরে

ভাসিয়ে দিই নদীর জলে ...

#

তিনটি পুঁটলিই জল থেকে কুড়িয়ে   পেল ভিন্ন ভিন্ন তিনটি গ্রামের মানুষ 

যে গ্রামে ওঠে প্রথম পুঁটলি গিয়ে দেখি 

খোঁড়াখুঁড়ি চলছে গুপ্তধন পাওয়ার প্রবল সম্ভাবনায়

যে গ্রামে দ্বিতীয়টি ওঠে তুমুল আগ্রহে চলছে জমিচষা কারণ পাখা মেলেছে মরসুমি বীজ

#

শেষটি উঠল যে গ্রামে কৌটো ভর্তি লোভ হিংসা বাক্যবাণ দাঁড়িয়ে আছে সারি দিয়ে 

আগুন জ্বেলে তাদের পুড়িয়ে 

শুরু হবে আর এক আরম্ভ ...


************************************************************************************************



কানাইলাল জানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন