মালা ঘোষ মিত্র / দু'টি কবিতা
সংশয়
আবার ফিরে যেতে হবে
এত কাছাকাছি এসেও
খুঁজে নিতে হবে এক অচেনা ভোর,
ছক মেপে বৃত্তাকার পথে ঘুরে----
পথ হাঁটা অর্নিদিষ্ট
তির্যক আলো পিছলে পড়ে দরজায়।
ঘোর লেগে যায় অক্ষিতে
অবিরত উঁকি দেয় -----
খসখস করে শব্দ
বেরিয়ে আসে সরীসৃপ
রঙ বদলায়, আতঙ্কে নীল হচ্ছে
সব সবুজ পাতারা, থমথম করে
কাঁটাতারের দূরত্বে সাবধানে থাকি
ধৈর্য্যের বাঁধ ধ্বংস করবে
সেই প্রলয় পদচারণ
তলায় তলায় কাঁপছে
পায়ের মাটি
চোরাবালি, সংশয় হয়।।
অপেক্ষা
নিরন্তর সংলাপ চালিয়ে যায়
মৌমাছির মতো,
বেভুল হয়ে যায় কথাটা
বিমুগ্ধতায় কেটে যায় দিন।
ফিরিয়ে আসা প্রগাঢ় আঁধার
মরিয়া প্রচেষ্টায় তুচ্ছ হয়ে যায়।
প্রকৃতিই রঙে ঔজ্জ্বল্য আনে,
জোয়ার আসে তাথৈ বলে
সকল পাওয়ার মাঝেই ------
ভিজছে তুমুল-----
হৃদয়ে উজ্জ্বল দহন মুছে
ঝরে পড়ে অমৃত,
অমোঘ দ্রোহের অপেক্ষাতে
প্রহরগুনি ------।।
*******************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন