কিশলয় গুপ্ত / একটি কবিতা
ঈর্ষাকাতর
নিদ্রা মানুষ-এমনি বালিশ;রাতের শলায়
বুকের উপর ছদ্মবেশী একটা পাথর
এক জোকারি দিনের নাচন চলায় বলায়
তা দেখেই বন্ধুরা চুপ। ঈর্ষাকাতর
এমনি আমার গানের কথা,টানের আগে
শ্বাসের গতি রাস্তা মাপে,বানায় সূচী
যদিও ঠিক প্রতিটি গান রাগ বেহাগে
যায় না জানি।যার যেমন অভিরুচি
স্বার্থ হাওয়া-ব্যর্থ বাতাস তাবিজ ডাকে
নাবিক জানে জলের ওজন। অনন্ত ঢেউ
সিন্ধু মনের বিন্দু সকল ভাঙতে থাকে
ভাঙতে থাকে প্রেমিক যেজন,সাপ আর নেউল
স্বপ্ন হৃদয় বাক্য মানে,সাক্ষ্য ধরে
সংহারি মন আকাশ বুকে এবং আতর
দূরের চাওয়া হাওয়ার খোঁজে আপন করে।
তা দেখেই বন্ধুরা চুপ। ঈর্ষাকাতর
*************************************************************************************************
কিশলয় গুপ্ত
জন্ম-১৩ ই আগস্ট ১৯৮১
বাসস্থান- পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমান জেলা
শখ- বই পড়া, গান শোনা, নতুন দেশ দেখা
কাব্যগ্রন্থ
১- নির্বাসিত একা (২০০৭)
২- কিশলয়ের একদিন (২০১৪)
৩- বিসমিল্লাহ, হস্তমৈথুন কালে (২০২১)
৪- খেলব না যাও আড়ি (২০২১)
৫- হে ঈশ্বর কুশল তো? (২০২১)
৬- মখমল স্বপ্নে ওড়া তুই (২০২১)
উপন্যাস
১- হরি পাত্রের জন্মছক (২০২০)
২- হরি পাত্র এবং উহানের অভিশাপ (২০২১)
লেখকের যোগাযোগ- kishalayagupta06@gmail.com


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন