মধুমিতা বসু সরকার / দু'টি কবিতা
মৃত্যুপরোয়ানা
বহুদিন যাবৎ আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়েছিল -
নস্যাৎ করব এমন সাধ্য আমার ছিল না -
তবু বারে বারে ফিরালে বলে যে পরোয়ানা
আভোগ থেকে সোম এ আমাকে টেনে নিয়ে যায়
আমি তার কাছে নতজানু হয়ে কিছুটা সময়
ভিক্ষা চেয়েছি কেবল
বসন্তের কাছে, আমার কিছু দায় ছিল বহুকাল আগে -
সে দায় মেটানো হয়নি -
আমাকে নিয়ে দড়ি টানাটানির খেলা রপ্ত করেছে
লাল -
আমার ইহকাল -
মৃত্যু! তুমি অবশ্যম্ভাবী জেনে এতকাল এতো
সন্তর্পনে এড়িয়ে গিয়েছি বেশ -
কি করব বলো!, এখনো বসন্ত এলে আমি কেন
যে এতো আবেগী হয়ে যাই অথচ
এ পরোয়ানা অগ্রাহ্য করি এমন স্পর্ধা আমার নাই।
ইদানীং নানা অছিলায় চলে যাওয়ার
নোটিফিকেশন এলে আমি স্তব্ধ হই --
বিস্মিত নয় তবু প্রার্থিত আরো কিছুটা সময় ---
ততক্ষনে প্রমোদে ঢালিয়া দিই মন -
আবেগ যখন তখন ---
নিরাসক্তি
কতকাল বোধের কাছে নোঙর বাঁধোনি -
কতদিন বকুল বিছানো পথে আশরীর ঘ্রাণ
নিবিড় স্পর্শ লোভাতুর
ফিরে ফিরে আসো -
যাচনা করো আমার অন্তর্গত -
এতদিন বাসনা গুলি অবরুদ্ধ রেখেছি-
ভেবেছিলাম খুলে দেবো সব -
তুমি জানোনা,, এই বিভাজিকা জুড়ে তীব্র দাবানল
লবণাক্ত কান্নার মতো বারি সিঞ্চন করো
এ প্রশস্ত বদ্বীপে -তার আগে লিখেছ বিরহ বাসনা
ঠোঁটে ঠোঁট রেখোনা ওখানে গরল -
তীব্রবিষক্রিয়া অবধারিত জেনে নিজেকে নিরস্ত করেছো
আমি জানি -- গভীরতা ছুঁতে গেলে গভীর হতে হয়--
দাবাণল আয়ত্তে এলে ফের একবার
নোঙরবাসনা -জানি একবার ফিরে চলে গেলে
কেউ ই উৎসে ফিরবে না। তারচেয়ে
এসো! প্রেমে নিরাসক্তি লিখি ---
********************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন