বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

চন্দন রায়



চন্দন রায় / দু'টি কবিতা 

কথা হয় কথা বলে


সবদৃশ্য অন্ধকার

দীর্ঘকায় ভস্মাধার

এর মধ্যে  প্রত্যক্ষের

একবর্ণ অন্ধকার


ইজেল তুলিতে আঁকা

জীবনের শবগাঁথা

ছায়াঘেরা বসতের

নাম ভাসে নোনা ডাঙা


তাকে নিয়ে এযাবৎ

অরণ্য যাযাবর

প্রকাশিত কবিতার

ছায়াচিত্র কলরব


মৃতের শরীর ছুঁয়ে

আরো ঘন পোড়া কাঠ

সূর্য্যমন্ত্র বারবার

কথা হয় কথা বলে---












গাছ এবং সাপ

এক একটা সময় সমস্ত সম্পর্কগুলো

গাছ এবং সাপ হয়ে যায়

পছন্দ অনুযায়ী যে যার জায়গায় অন্তর্ভুক্ত হয়

আন্তরিকতা এবং পরিশ্রম সম্ভবত

তাদের পছন্দ মত-----


গাছে নিজের ছায়ায় বসত গড়লে

কানের সামনে অনেকগুলো শব্দ এসে জমা হয়

প্রিয় কবিতা,  জীবনের দীর্ঘ তালিকায় সম্পূর্ণ

অবয়ব, কথা বলে, কথা হয়----

সাপেরা সূক্ষ্ম বালুচরে গাছের এই আন্তরিকতা

সহ্য করতে পারে না। অতিক্রম করে যাওয়া ফাটল

খুঁজে বসতের  ভিতর ঢোকে। বিষের থলি দেখিয়ে

তার পরিশ্রম এবং ক্ষমতা দেয়ালে ছড়ায়


সংকেত---- এবার যুদ্ধ হবে----


********************************************************************************************



         চন্দন রায় 

আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । কবি চন্দন রায়ের অন্যতম জনপ্রিয়  দুটি কাব্যগ্রন্থ : জেলখানার খোলা চিঠি এবং শিরোনাম সন্ধান চলছে   


শারদীয় ১৪২৯ নতুন মান্দাস 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন