বিজয় সিংহ / দু'টি কবিতা
রক্তজালিকা
পংক্তিগুলোতে বেহাগ থির হয়ে আছে
এত মৃত জল এত এত বাতাসের শব..
অবিনশ্বর, তুমি তো জানো, ময়ূর ছেড়েছি,
শব্দ রেয়াত করেনি
নৌকো ভাসিয়েছি, নদী বাষ্প হয়ে গেছে
প্রাকৃত সর্বনামের বিষকোশে
বুকে শব হাহাকার করছে ইমেজ
পিঁপড়েরা মতি স্থির করতেই পারছে না
এতটা নিঃসঙ্গ নিয়ে আমি কি
পূর্ণযতিতে ফিরে যাব
কবিতার পূর্বাকাশ থেকে
এ ব্রহ্মাণ্ডকে
রক্তজালিকা মনে হয়
ঘুম
পান্ডুলিপি পূর্বাপর ফর্মা অগ্রাহ্য করেছে
সুইনহো লেনে অক্ষর ফুটে ওঠে মুচকুন্দ হয়ে
আমার যা কিছু দৈব ডক্টর মুখার্জি জেনেছেন
আমার যা কিছু ঐহিক শুষেছে দেবীর গুমো জিভ
কালরাত্রি জিভে নিলে এইসব ধ্বনির রুধির
সংকেতচ্ছন্ন চন্দ্রকান্ত সুর লেন ঘুমিয়ে পড়েছে
**********************************************************************************************
৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি। জন্ম জামশেদপুরে। বসবাস কলকাতায়। এ পর্যন্ত আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গ্রন্থ 'অযুত মায়াবী ধান্য', সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'ছায়াছবির গান'। 'প্রলয়ের পাঁচ মুহূর্ত' কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার ওপর গবেষণা করেছেন। 'সুভাষ মুখোপাধ্যায়: পদাতিক কবি, রক্তিম কবিতা' গবেষণা গ্রন্হটি বিপুল ভাবে সমাদৃত হয়েছে। বর্তমানে সাউথ সিটি কলেজের বাংলা বিভাগের এসোসিয়েট প্রফেসর। কাব্যগ্রন্থ----
অযুত মায়াবী ধান্য (১৯৯১) প্রেমিক প্রণীত (১৯৯৫) নীল হারমোনিয়াম (১৯৯৫) প্রলয়ের পাঁচ মুহূর্ত (২০০৫) সন্ধের পরের কবিতা (২০১০) কবীরের সঙ্গে চার ফর্মা (২০১৪) অতটা মধুর নয় কেকা (২০১৯) ছায়াছবির গান (২০২১)



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন