বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দেবদাস রজক

 

দেবদাস রজক / দু'টি কবিতা 

দেশপোড়া গন্ধ 


পুড়তে দেখিনি কোনো হরিণকে

অথচ হরিণপোড়া গন্ধ পাড়ায় পাড়ায় 


পুড়তে দেখিনি ক্রমাগত কোনো মানুষকেও

অথচ মানুষপোড়া গন্ধ গলার প্রকোষ্ঠে


আজ কোনো যুদ্ধ হয়নি, মোড়ে মোড়ে মিছিল ছিলনা 

প্রেমিকের প্রেতেরাও অপেক্ষারত নয়


অথচ উনুনের মুখের ভেতর রাত্রি ঘনমান 

কয়লার মতোই মস্তক পোড়ে হে অন্ধ!


চতুর্দিকে ভেসে ওঠে ভেসে ওঠে একটা দেশপোড়া গন্ধ








তুষ 

প্রতিরাতেই খুন হয়ে যায় চাঁদ 


একটা শুকনো পেয়ারাগাছে তার দগ্ধমুখ, ললাট আর জানু 

ঝুলতে থাকে ঝুলতে থাকে


যেন এক সুইসাইড আর এক খুচরো যুবক


পেয়ারাগাছ ভাঙে কান্নায়- ‘চিতার মতো জ্বলছে বুঝি চাঁদ’

দাবদাহ। আত্মাহুতি রাত। নিদারুণ হু হু


প্রতিরাতেই খুন হয়ে যায় দেশ

প্রতিরাতেই আগুন উস্কে দেয় ভৈরবী মাতাল ডোম 

পোড়ে, শুধু পুড়ে যায় ময়দান, আলপথ

তুষের মতোই জেগে থাকে সমিধক্লেশ


***********************************************************************************************



দেবদাস  রজক

দেবদাস রজকের জন্ম মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে।‌ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর এবং কাব্যসাহিত্যে গবেষণা ( এম. ফিল.) সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। কবিতা লেখার পাশাপাশি ছোটগল্প, প্রবন্ধ লিখে চলেছেন। তাঁর 'এক বাতাসের ছবি', 'বেরঙা শূন্য ফাগুন', 'ভাড়াটে শহর', এই তিনটি কবিতাগ্রন্থ রয়েছে। 'ফিরে দেখা' একটি গল্প সংকলন। একাধিক পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। ২০২১ সালে মুর্শিদাবাদ থেকে পেয়েছেন 'পন্ডিত দাদাঠাকুর স্মৃতি' পুরস্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন