দেবদাস রজক / দু'টি কবিতা
দেশপোড়া গন্ধ
পুড়তে দেখিনি কোনো হরিণকে
অথচ হরিণপোড়া গন্ধ পাড়ায় পাড়ায়
পুড়তে দেখিনি ক্রমাগত কোনো মানুষকেও
অথচ মানুষপোড়া গন্ধ গলার প্রকোষ্ঠে
আজ কোনো যুদ্ধ হয়নি, মোড়ে মোড়ে মিছিল ছিলনা
প্রেমিকের প্রেতেরাও অপেক্ষারত নয়
অথচ উনুনের মুখের ভেতর রাত্রি ঘনমান
কয়লার মতোই মস্তক পোড়ে হে অন্ধ!
চতুর্দিকে ভেসে ওঠে ভেসে ওঠে একটা দেশপোড়া গন্ধ
তুষ
প্রতিরাতেই খুন হয়ে যায় চাঁদ
একটা শুকনো পেয়ারাগাছে তার দগ্ধমুখ, ললাট আর জানু
ঝুলতে থাকে ঝুলতে থাকে
যেন এক সুইসাইড আর এক খুচরো যুবক
পেয়ারাগাছ ভাঙে কান্নায়- ‘চিতার মতো জ্বলছে বুঝি চাঁদ’
দাবদাহ। আত্মাহুতি রাত। নিদারুণ হু হু
প্রতিরাতেই খুন হয়ে যায় দেশ
প্রতিরাতেই আগুন উস্কে দেয় ভৈরবী মাতাল ডোম
পোড়ে, শুধু পুড়ে যায় ময়দান, আলপথ
তুষের মতোই জেগে থাকে সমিধক্লেশ
***********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন