বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মোহাম্মদ হোসাইন



মোহাম্মদ হোসাইন / দু'টি কবিতা 

কেউ যেতে চায় না 


কেউ যেতে চায় না 


তার জন্যে বিচলিত বোধ করা মূর্খামি 

যে যার মত যাবে, যাক...


সুশান্তপুর থেকে নথি এসেছে বাই নেম

হলুদ খামে

একটা গুঞ্জন চলছে চারদিকে, আতংকও


নাওয়ের ছৈ থেকে নেমে আসছে রমজান মাঝি

অন্ধকারে মিশে যাচ্ছে 

বিলের পানি, অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছ

কিংবা, দূরের ঘনবন, আকাশ 

যার যার মত প্রহরান্তরে 


এত অনীহা এত মেহন 

কেউ যেতে চায় না 

মুঠি ধরে রেখেছে অখণ্ড বজ্র-বিদ্যুৎ 

মাটি ভেদ করে গভীরে ঢুকে যাচ্ছে আলোর উৎরোল


সুশান্তপুর থেকে হলুদ খাম 

নথি থেকে বাই নেম ছিটকে পড়ছে 

আশা

ব্যক্তিগত সুখ ও সাচ্ছন্দ্য ধূলোয় লুটোচ্ছে...


অথচ, কেউ যেতে চাচ্ছে না...!












বারুনি মেলা

এক বাটি মেটাফর খেয়ে নিয়েছে চাঁদ

তাতেই চনমনে জোসনা, হৃদুয়া বাতাস

'অপূর্ব একা', অপূর্ব গন্ধরাজ...!


ঋতু নিয়ে বারুনি মেলা বসবে

জলের গান গেয়ে বেড়াবে অচেনা বাতাস

বাসা বাঁধবে জোড়া জোড়া দুরন্ত শালিক

বুকের ভেতর সারাক্ষণ তড়পাবে চিত্রলেখা গুহ

শ্রীময়ী মাছ

অন্ধভক্ত বৃষ্টি মা থরে থরে সাজাবে তখন

দারুণ পানের বাটা...! 



**************************************************************************************************



মোহাম্মদ হোসাইন

জন্ম : ১৯৬৫ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জ, বাংলাদেশ । লেখালেখি শুরু ছোটবেলাতেই। জাতীয় ও আন্তর্জাতিক নানা মাধ্যমে লিখে যাচ্ছেন তিনি।  'দেশ' পত্রিকায়ও তাঁর লেখা প্রকাশিত হয়েছে  বিয়াল্লিশ বছর ধরে চলছে তাঁর নিরন্তর যাত্রা। কবিতাই তাঁর ধ্যান, নিমগ্ন আরাধনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে নিয়েছেন শিক্ষকতাকে। বর্তমানে তিনি সিলেট শহরে বসবাস করছেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ

ভালোবাসা নির্বাসনে গেছে (১৯৯৫) * মেঘগুলো পাখিগুলো (২০০১)

অরণ্যে যাবো অস্তিত্বে পাপ (২০০৩) * পালকে প্রসন্ন প্রগতির চাকা (২০০৪)

ভেতরে উদগম ভেতরে বৃষ্টিপাত (২০০৬) * মেঘের মগ্নতায় রেশমি অন্ধকার (২০০৯)

বৃষ্টির গান মায়াবাস্তবতা (২০১২) * রূপপ্রকৃতির বিনম্র চিঠি (২০১৩)

নৈঃশব্দ্যের এস্রাজ (২০১৪) * অন্তিম জাদুর ঘূর্ণন (২০১৫)

বিভাজিত মানুষের মুখ (২০১৫) * অনূদিত রোদের রেহেল (২০১৫)

ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে (২০১৭) * তুমুল বেজে ওঠে অন্ধকার (২০১৯)

হায়ারোগ্লিফিক্স (২০২০) * ছবি ও চেনাগন্ধের মেটাফর (২০২১)

ঈশ্বরের ছায়াচিত্র ( ২০২১).

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন