হামিদুল ইসলাম / দু'টি কবিতা
নিরক্ষর মিছিল
কারা যেনো বারবার ধুয়ে দিচ্ছে
আলপনা উঠোন
বিবর্ণ ঝড়ে ভাঙছে ত্র্যহকাল
নীল সাগরে ডুবন্ত জাহাজের হাহাকার। লুপ্ত দিবস ।
ঢেউ ভাঙছে
কাফন উড়ছে
বুকের ভেতর সারি সারি গাছ। চৌচির রাতের প্রহর ।
কথাগুলো কাঁপছে
ত্রাসের হুঙ্কার
বারুদের গন্ধ
জীবন সেঁটিয়ে যাচ্ছে
ঝরাপাতা শনশন
আমরা একে একে হারিয়ে যাচ্ছি সবাই। মুছে যাচ্ছে সম্পর্ক বন্ধন ।
কারা যেনো আসছে
খটখট বুটের আওয়াজ
বেয়োনেটে রক্তাক্ত রাত
ধর্ষিতা হাজার মা বোন। জেব্রা ক্রসিংয়ে আটকে যাচ্ছে পা ।
তবু প্রতিবাদ
তবু উপরে উঠছে হাজার হাজার মুষ্টিবদ্ধ হাত
কথাঘরে রক্ত
তবু সব কথা খুঁটে খায় দুপুরের নিরক্ষর মিছিল ।
তুলোর বীজ
অরজিনালী যতো পথ ছিলো পেরবার
সবটা আটকে গেছে
সাগরে বন্যা
কাটা ছেঁড়া জলপরীর নগ্ন উবাচ
মিশে যাচ্ছে প্রতিটি বেহাল রক্তকোষে ।
কে কাকে চেনে বলুন
উৎস নোয়ানো লবন খনিজ
পাখিদের গান। এখানেও কেষ্টগড়ের জল্লাদ জানি ।
যারা আসে
তারা সব জানে
তারা ছিঁড়ে খায় সব কথা। ছিঁড়ে খায় আজন্ম প্রতিবাদ ।
নষ্ট জলের হাই ড্রেণ
ঠোঁট পেতে অপেক্ষারত হাজার হাজার নষ্টা নারী
অচেনা মুখ। লাম্পট্য কথন ।
শস্যগোলার বীজ থেকে জন্ম নিচ্ছে
খাদক যক্ষরাজ
মৃত্যুকে নিয়ে ঘোর আপত্তি তাদের
ভয়ে ভরে উঠছে দেশ। চীনের প্রাচীরে আঁক কষা বিলাস যাপন ।
তবু ফুল হয়ে ফোটে শিশুরা। ওদের হাতে ছড়িয়ে দাও মধ্যাহ্ন তুলোর বীজ ।
**********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন