দেবাশিস / দু'টি কবিতা
কাঁচ
গাছের নিচে গিয়ে দাঁড় করাও
ছায়া মাখাও মাটি ছানো ডালে ঝাপটাও
শিকর চিনিয়ে দাও ভালো করে।
মাটির ঢিবিতে গিয়ে চেনাও পাহাড়
পুকুর দেখিয়ে সমুদ্র শেখাও
জল স্পর্শ করুক স্রোত বুঝুক
একা একা জলে নামতে দাও।
খোলা মাঠ মেঠো হাওয়া
দৌড়ে যাক দু'হাত মেলে পাখির মতো
আকাশ কতো বড়ো বোঝাও, সূর্যটাও-
উড়তে দাও বুক ভ'রে।
মানুষ বড়ো আলঙ্কারিক
মিশতে দাও সবার সাথে আপন মনে
আদর কোলে শুনিয়ে দাও
কোনটা ভালো কোনটা খারাপ বিচক্ষণ
ওকে মানুষ চেনাও।
ভেদ এবং পাপ
একা নয়, একসাথে সবটার ভাগ নাও
যদি পারো জলকেও ভাঙো
এভাবেই এক হয়ে যাবে ওরা
একাত্ম হবে হাত, মনে মন সবটা মেলাও
একার গণ্ডী ভাঙো
বহুতেই সারাংশ জীবনের উঁচুতে বসায়
ভাগ করা শেখে যেন, উলম্ব বিভক্ত নয়
***********************************************************************************************
দেবাশিস
'নিজের কথা'য় জানাচ্ছেন দেবাশিস
-----------------
পেশাঃ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা।
শখঃ ফটোগ্রাফি, ছাদ বাগান, ঘোরাঘুরি।
নেশাঃ লেখালেখি, ধূমপান।
বয়সঃ তেতাল্লিশ।
বাকিটাঃ সাধারণ, মধ্যবিত্ত, গেঁয়ো।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন