তীর্থঙ্কর সুমিত / দুটি কবিতা
এবং কিছু কথা
এবং,
কিছু কথা না লিখলেই নয়
অসহায় যাত্রির পথ ধরে
আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর
অনন্তকালের যাত্রায় হেসে উঠবে চিকন আলো
আমাদের ফেলে আসা অতীত
আজ শূন্যে মিলিয়ে যেতে যেতে
কোথায় যেন এক সমুদ্র ঢেউ এনেছে
তোমার কথা দেওয়া প্রতিটা শব্দ অমৃতলোকে
বিলীন হবে,
পূর্বে নির্ধারিত লাল চেলি
কখন যেন রং বদলাবে
পরিমিতির সব সূত্র একদিন
জ্যামিতির বুকে মাথা রেখে
হারিয়ে যাবে জেরুজালেমের কাছে ।
তাহলে, পথ বেঁকে গেলে
তাহলে,
পথ বেঁকে গেলে রাস্তা খোঁজা যায়?
দীর্ঘ প্রতিক্ষার অনন্ত যাত্রায়
তুমি কথা দিয়েছিলে বর্ষা দেখবে!
আজও গ্রীষ্মের দাবাদহে আমি অপেক্ষা করি
বর্ষা পায়ে কে যেন হেঁটে যায়
বিরহের বিকেলে তোমার নুপুরের শব্দ
প্রতিধ্বনি হতে হতে
ব্রহ্মপুত্রের বুকে হারানো স্মৃতির গল্প
একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়বে
বর্ষার অপেক্ষায় আর বর্ষা হাসবেনা।
*********************************************************************************************
১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত পত্রিকার নাম "আহোরী" নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব, কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য ভাস্কর, স্বাধীন কলম সেনানী ইত্যাদি উপাধিতে ভূষিত।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন