বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিতাই চন্দ্র মাঝি

 

নিতাই চন্দ্র মাঝি / দু'টি কবিতা

অন্তহীন আশা 


এখনো হারায়নি সবই হয়েছে বিনষ্ট কিছু,

অকারণে কেন বসে বসে মাথা করিছো নিচু?

অমৃতের সন্তান তুমি জগতের শ্রেষ্ঠ জীব,

যার ঘরে থাকে বাঁধা সর্বস্ব ভিখারী শিব।


হয়েছে কিছুটা পদস্খলন ভুলেছো নিজেকে,

তোমার অন্তরের শক্তি একটু পানিতে ভিজেছে।

উবে যাবে পানি আর ভিজে যাবে মন,

সদা চৈতন্যময় রবে ভাবে ভর্তি অনুক্ষণ।


কুসঙ্গে পড়েছো বলে ফল কিছু রবে,

সামান্য অপযশ লয়ে ভ্রান্তি কিছু হবে।

চাঁদেরও কলঙ্ক থাকে তুমি তো মানুষ,

আবার মানুষ হতে রেখো মান হুঁশ।


নম্রতার অনুশীলনে এসে মানো গুরুজনে,

গুরুও শিক্ষাদান জ্ঞানে ধরুন শিষ্যগণে।

এখনো শিক্ষক সমাজ পান জাতীয় সম্মান,

এখনো বীর সন্তান দেয় অকাতরে প্রাণ।


ট্যাক্সি চালক আজো থানা ঘুরে গিয়ে,

পথচারীর লক্ষ টাকা যায় সেথা নিয়ে।

যে দেশে ভিখারী দাতা সর্বস্ব ফকির চাষী,

মোরা সেই দেশে করি বাস যতেক ভারতবাসী।












ভাঙ্গা-ভাঙ্গি

আলমোড়া ভেঙ্গে নিলে

ভেঙ্গে যায় ঘুম,

শির ভাঙ্গা বৃষ্টিপাতে

জ্বর আসে ধুম।


মন যদি যায় ভেঙ্গে

জোড়া লাগা ভার,

কাঁচ খানা ভেঙ্গে গেলে

হয় ছারখার।


ভাঙা ঘরে চাঁদের আলো

কাব্যে লাগে ভালো,

ঘর যার যায় ভেঙ্গে

মুখ থাকে কালো।


ভাঙ্গা মন জোড়া দিতে

আরো লাগে মন,

সেই মন আগে থেকেই

ভাঙ্গা বিলক্ষণ।


ভেঙ্গে ভেঙ্গে হাড় জুড়ে

ডাক্তারের কেরামতি,

ভাঙ্গা কাঁচের অপূর্ব জোড়ে

অপূর্ব আলোর দ্যুতি।


খেলা ঘর ভেঙে যায়

বয়সটা বাড়িলে,

ভাঙ্গা দ্রব্যও আনে কড়ি

ভালো কিছু সারিলে।


*******************************************************************************************



  নিতাই চন্দ্র মাঝি

পেশা : গৃহশিক্ষকতা  লেখালেখি,ও সুকুমার বিদ্যাচর্চায় যুক্ত রয়েছেন দীর্ঘ ৩৫বছর  নিজস্ব ছাপা বই নেই। প্রচন্ড অর্থনৈতিক অনটনের মধ্যেও তিনি সাহিত্যচর্চায় নিমগ্ন । ঠিকানাগ্রাম-পখুরিয়া,পো-হুড়া, জেলা -পুরুলিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন