অতনু ভট্টাচার্য / দু'টি কবিতা
সাক্ষাৎ
অনেক দেখেছি আমি অনেক চুতিয়া
পিক ফ্যালে পথে আর ভাসায় মুতিয়া
দেখেছি পেছন পাকা বিগ বিগ টক
আড়মাতলা , রিপ্টুবাজ কত না লাটক
পোঁদ ঘোসে বানায় সে পথেই হাবড়
আরো কত নিয়মিত পচাল, জাবর
নেতা সব করে রব বাচাল মিডিয়া
পাল্টিবাজ বুদ্ধিজীবী খ্যালে কথা নিয়া
অনেক দেখেছি আমি অনেক চুতিয়া
মানুষেরে খুঁজে মরি খুঁটিয়া খুঁটিয়া...
জেনেছে যে বোঝেনি সে অনেক দেখেছি
বোঝা সে বোঝাই হলো ! এভাবে ছেঁকেছি—
সূর্য বৃষ্টি ফুটো চাল মাচার ভেতর
হঠাৎ পেয়েছি খুঁজে মেধাবী মেথর !
মেধাবী মেথর
মেধাবী মেথর ছিল— জেদী এক কবি
সাঁওতালি মেয়েটিকে করেছিল বিহা
লেদ মেশিনের সাথে সারাদিন যুঝে
সাইকেলে ফিরে যেত বিড়িটি ফুঁকিয়া
অন্ধকার,সাপ,ব্যাঙ, শেয়ালের ডাক
এভাবেই রানিয়ায় কবির আহ্নিক
সঙ্গী ছিল একটা গামছা নিত্য তার সাথে
তাকে নিয়ে রচেছিল অসামান্য ঋক !
দেবনাথ পদবি আর কার্তিক সে নাম
মনে আছে কারো তাঁর জীবন্ত কবিতা ?
লিখেছিল জীবনের প্রখর মেজাজে
টক নয় মিষ্টি নয় কিছু বুঝি তিতা
কোদালকে কোদাল । তবু , সেই ভাষা টানে !
নাগরিক শোভনতা ধুয়ে দিতে জানে…
**********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন