বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সুধাংশুরঞ্জন সাহা

 

সুধাংশুরঞ্জন সাহা / দু'টি কবিতা

বাকি কথা : এক


চিরকালীন এই শহরে, আলোয় ঘেরা রাত,

ইচ্ছেগুলো কুয়াশাজালে, খুঁজছে কিছু হাত।


সময় নাকি বোধের সাঁকো, পথের খোঁজ পায়,

আলোর মোহ কালোয় ঢাকা, জীবন চেনা দায় !


নীরব ছিল জোছনা রাত, ঘুম ভাঙার গানে,

মনের মতো সুখ-সরণি, খোঁজে নতুন মানে।


রাতশরীরে খোলা বাতাস, চোখের জলে নুন,

জোছনা যদি তীব্র হয়, রাতকে করে খুন।


এ-সংসার ছেড়েই যাব, আজ, না হোক কাল,

তোমায় আমি ভুল বুঝেছি, দেখছি আজকাল।









বাকি কথা : দুই

শুধু এই আলোটুকু সকলের জানা

বাকিটুকু তুমি জানো মেঘে ভাসা মানা।

দু'হাত বাড়িয়ে থাকো ধরে যত মত

আঁধার নামলে পথে হাতড়াও পথ।


আমার সামনে মস্ত পাহাড় ও নদী

কাঠের ঘরে হাজার রঙ আর গতি

আচমকা সন্ধ্যা নামে দূর দূর গ্রামে

অচেনা ফুলের গন্ধ ভেজে অভিমানে।


ইতস্তত ঝড় ওঠে ক্ষতভরা মনে

পাহাড়ের ফাঁকে ফাঁকে চেয়ে থাকা বনে।

উপেক্ষারা ঘিরে থাকে সেই পথে পথে

পাতার ফাঁকে ম্যাজিক আলোছায়াপথে।


পড়ন্ত রোদে না হয় লিখি বাকি কথা 

লিখে রাখি মুহূর্তের উদাসী হাওয়া।


******************************************************************************************************

 


সুধাংশুরঞ্জন সাহা

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০  ইত্যাদি। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন