অনিন্দ্যকেতন গোস্বামী / দু'টি কবিতা
কেমন ছিল জগৎ বেলার কথা
কেমন ছিল মহুয়া নাচের বাঁশি?
তোমার মাথা অমনি ধরেছিলো?
তোমার চোখে জগৎ ছিল বাঁধা?
ওদের বেলা হাসনুহানা ফোটে-
আমার পথে কেবল কাঁকর কাঁটা?
কোথায় ছিলো মৃতের খেলাঘর?
তোমার ঘুঙুর বাজিয়ে ছিলে রাতে?
পথের কাছে চাওনা কেন পথ
কে দিয়েছে দিব্যি তোমার চোখের...
পরখ কর আজই তোমায় তুমি
বুকের ভিতর কয়টা হৃদয় রাখা?
কথা
বন্ধনেও নেমে আসে বিকেলের রোদ
মৃদু অচেনা পাখি কাঁদে বাঁশকুড়ুলের কাছে।
অথচ তার আসার কথা ছিলো
পথ জানে তা -
অঙ্কুশে নোয়ানো ছিলো কথা।
কথার আর দোষ কি? বিকেল হলেই
নিভে যাবে তার চার প্রহরের সময়।
চোখের ভেতরে উড়তে থাকে চুল।
চুলের ভেতরে জমতে থাকে ঘাম।
পাখিদের চোখে কি ঘামের নাম করে কোনো
নোনা জল থাকে? দেখিও তো... বন্ধু।
আমি শুধু অবাক বিস্ময়ে মেঘের বৃত্ত আঁকি
খানিকটা ঠিক পোড়া বিকেলের মতো।
জানি মেঘে কোনোদিন নোনা জল হয় না।
****************************************************************************************************
জন্ম- ব্যারাকপুরে। ই.এস.আই. হসপিটালে। ৭ই জানুয়রী ১৯৭৯ নিবাস-নদীয়া জেলার হাঁসখালী থানার অন্তর্গত ভায়না গ্রামে। শিক্ষা-২০০৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পাশ করেছেন। পেশায় -প্রাথমিক স্কুলে সহশিক্ষকতা। ২০১৬ সালে ১৭ই মে ‘দেশ’-এ ‘রূপশালি ধানের খই’ নামে গল্প প্রকাশিত হয়। ২০১৭ নভেম্বরে সাপ্তাহিক বর্তমানে প্রকাশিত হয় ‘বুড়ি চালকুমড়োর শুঁয়ো’ গল্পটি। এরপর তার গল্পে অভিনব সাড়া পড়ে। পরবর্তীতে আনন্দমেলা, সাপ্তাহিক বর্তমান, শ্রমণা, আকাশ, টার্মিনাস, ছাড়পত্র, মাসিক কৃত্তিবাস, তথ্যকেন্দ্র, গাঙচিল এবং বিভিন্ন পত্রপত্রিকায় এছাড়া ওয়েব ম্যাগাজিনে লেখালেখি করে চলছেন অনবরত। ২০২০ সনের ২রা আগষ্ট ‘দেশ’ পত্রিকাতে আবারও ‘শ্রেষ্ঠাংশে মাধবকুমার’ নামে আরেকটি ছোটগল্প প্রকাশিত হয় এবং সমগ্র বাংলাতেই সাড়া পড়ে যায়। প্রথম ছোটদের উপন্যাস ‘রহস্য যখন পেরুতে’ প্রকাশিত হয় ‘দোলনা’ পত্রিকায়। ২০১৯ এ অণুউপন্যাস ‘বাহত্তারা’ বের হয়েছে প্ল্যাটফর্ম পত্রিকাতে। এছাড়া ৫টি কাব্যগ্রন্থ –‘সনেটওয়ার্কের সীমানা’ ‘একটি ময়ূরী এবং ময়না তদন্তের গল্প’ ‘অনিন্দ্য কবিতা বল...’ ‘শাড়ির নাম মালবিকা’ ‘বারোমেসে কথা’ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ২০২০ কোলকাতা বইমেলাতে লেখকের গ্রাম্যসমাজ বিশ্লেষণাত্মক ছোটগল্প সংকলন ‘রূপশালি ধানের খই’ বের হয়েছে কোলকাতা ‘অভিযান পাবলিশার্স’ থেকে। ছোটদের বিখ্যাত ‘আনন্দমেলা’তে বের হয়েছে তার কল্পবিজ্ঞানের গল্প ‘সোলক্যাচার’।এবং ২০২২ এপ্রিলে রা প্রকাশন থেকে বের হয় উপন্যাস ‘শূন্য ঘরের চাবি’



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন