শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কবিতা * অলোক পুষ্পপুত্র



অলোক পুষ্পপুত্র / দু'টি কবিতা

ট্যারেন্টুলা


আমার স্থগিত জলবায়ু স্থির চোখে দেখে 

কী ভাবে নিম্নচাপ জন্মায় সাগরের বুকে।

সে জানে ঝড় তুফান বজ্র যখন প্রয়োজন 

শুধু এক তুড়ি...

ওদিকে নিম্নচাপ এদিকে মনখারাপ


তোমার এক ফুঁয়ে শ্রুতি থেমে যায় মহাকাল!

সে মিথ সত্য করো, দেখাও গরিমা

নিম্নচাপ ফিরে যাক

সমস্ত ঝঞ্ঝা তোমার বশ

আমার নিঃশ্বাস শুষে নেবে শরীরের তাপ


তোমার রমণস্বেদ, জাদুকর, তোমাকেই দেখে অপলক

কী ভাবে শয্যা ছেড়ে উঠে আসো

আমাকে শুইয়ে দিয়ে, জলবায়ু-দর্শক












নিরাময়

নুনছাল উঠে গেলে অপলক চেয়ে থাকে রোদ

হাওয়া অফিসের বড়বাবু, পিওন, মোরগ

সবাই সমুদ্র দেখে নিজস্ব বারান্দায়

আমাদের জানালা নেই কোনো, কাচের দেয়াল

টিকটিকি ছায়া ফেলে ইস্পাতের ফুলে-  বাহুমূলে

তোমাদের ঘরে ট্যালকম সুরভি ছড়ায়


শরীরের নিজস্ব নিয়ম, নুনছাল উঠে গেলে

কাচের দেয়ালে জমে আলোর প্রিজম, রক্তরস

ফার্স্ট-এড-ভোলা বড়বাবু নিম্নচাপ টের পান

পিওন চায়ের কাপ, মোরগ আজান


নুনছাল উঠে গেলে অপলক চেয়ে থাকে রোদ

বাষ্প হয়ে উড়ে যায় জানালার নিছক প্রবোধ


***************************************************************************************************



অলোক পুষ্পপুত্র

অলোক পুষ্পপুত্র(জন্ম ১৯৭২) আদতে গদ্যকার। প্রকাশিত গল্পগ্রন্থ "একটি রূপকথার জন্ম" তাঁকে ব্যতিক্রমী গদ্যশিল্পী হিসাবে চিহ্নিত করেছে। কাব্যে অলোক সনাতনী ধারার বাহক। তাঁর চতুষ্পদী কাব্যগ্রন্থ "চার(যা)পদ"-এর সাফল্যের পর তিনি মেতেছেন চতুর্দশপদী নিয়ে। নিপুণ দক্ষতায় পুরাতনী পয়ারের কাঠামোয় গড়ে চলেছেন আধুনিক বিষয়। এখানে অবশ্য আমরা পড়ছি ভিন্ন আঙ্গিকে লেখা তাঁর দু'টি কবিতা।   

1 টি মন্তব্য: