বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দেবার্ঘ সেন



অস্ত্রোপচার 

দেবার্ঘ সেন 


অনাহারে থাকা লোকটি 

তার ছেলেকে বিমূঢ় গলায় বলল

সাঁড়াশিটা গরম করে দিয়ে যা


ছেলেটি দিয়ে গেল।

তারপর, লোকটি দরজা বন্ধ করে দিতেই

যেন চির ধরলো পৃথিবীতে, পৃথিবী হল দু 'আধখানা।


বেশ কিছুক্ষণ পর লোকটি 

বেরিয়ে এলো

তখন তার ডান হাতের আঙুলের 

সবকটা হাড়ই বাঁকা, 

চামড়ায় কালশিটে ভারতবর্ষ লেগে আছে, 

কড়ে আঙুলের নখ সদ্য পোড়া।


এবার সে বেরোনোর সাহস পাচ্ছে,

বেরোতে বেরোতে বিড়বিড় করছে এই বলে

' এবার দেখিস জুটে যাবে ভাত, ঠিক জুটে যাবে, জুটবেই শালা '

বলতে বলতেই সে বেরিয়ে যায়।


লোকটি এখন ভিক্ষা করে ট্রেনে, বাসে, রাস্তায়

এখানে ওখানে..


হয়তো তার ভাত জুটে গ্যাছে, 

অন্ততঃ যতটা জুটে গেলে একটা দিন কেটে যায়

কিন্তু সে ভোলেনি সেই দুর্বিষহ সব দিনের কথা


ভেতরে ভেতরে সেই শুধু জানে,


জন্ম আমাদের যতটা না প্রতিবন্ধী করে

তার থেকে অধিক প্রতিবন্ধী করে অনাহার।













****************************************************************************************************



দেবার্ঘ সেন

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন